লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা : রবিবার দেশের সাতটি রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ

নয়াদিল্লি, ১১ মে (হি.স.): আর মাত্র দু’দফার ভোটগ্রহণ বাকি| গোটা দেশজুড়ে সাত দফায় ভোটের পাঁচটি পর্ব ইতিমধ্যেই অতিক্রান্ত| রবিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় দেশের সাতটি রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ হবে| ষষ্ঠ দফায় যে সমস্ত রাজ্যগুলিতে ভোটগ্রহণ হবে, সেই রাজ্যগুলি হল-বিহার, দিল্লি, হরিয়ানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ| রবিবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ| ষষ্ঠ দফায় বিহারের আটটি আসনে ভোটগ্রহণ হবে, রাজধানী দিল্লির সাতটি আসন, ঝাড়খণ্ডের চারটি আসন, মধ্যপ্রদেশের  আটটি আসন, হরিয়ানার দশটি আসন, উত্তর প্রদেশের ১৪টি আসন এবং পশ্চিমবঙ্গের আটটি আসনে ভোটগ্রহণ হবে|

বিহার : ষষ্ঠ দফায় বিহারের বাল্মিকী নগর, পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, শেওহার, বৈশালী, গোপালগঞ্জ, সিওয়ান এবং মহারাজাগঞ্জে ভোটগ্রহণ হবে|
দিল্লি : ষষ্ট দফায় রবিবার দিল্লির চাঁদনি চক, উত্তর-পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, নিউ দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি এবং দক্ষিণ দিল্লি আসনে ভোটগ্রহণ হবে|
হরিয়ানা : লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় রবিবার হরিয়ানার আম্বালা, কুরুক্ষেত্র, সিরসা, হিসার, কার্নাল, সোনিপাত, রোহতক, ভিওয়ানি-মহেন্দ্রগঢ়, গুরগাঁও এবং ফরিদাবাদ সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে|
ঝাড়খণ্ড : রবিবার ঝাড়খণ্ডের গিরিডি, ধানবাদ, জামশেদপুর এবং সিংভূম লোকসভা আসনে ভোটগ্রহণ হবে|
মধ্যপ্রদেশ : ষষ্ঠ দফায় মধ্যপ্রদেশের মোরেনা, ভিন্দ, গোয়ালিওর, গুনা, সাগর, বিদিশা, ভোপাল এবং রাজগড় লোকসভা আসনে ভোটগ্রহণ হবে|
উত্তর প্রদেশ : ষষ্ঠ দফায় উত্তর প্রদেশের সুলতানপুর, প্রতাপগড়, ফুলপুর, এলাহাবাদ, আম্বেদকর নগর, সরস্বতী, ডোমারিয়াগঞ্জ, বাস্তি, সন্ত কবির নগর, লালগঞ্জ, আজমগড়, জৌনপুর, মছলিশহর এবং ভাদোহিতে ভোটগ্রহণ হবে|
পশ্চিমবঙ্গ : ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গেও ভোটগ্রহণ হবে| রবিবার পশ্চিমবঙ্গের ঘাটাল, তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা আসনে ভোটগ্রহণ হবে|

উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচন এবার সাত দফায় সম্পন্ন হবে| ইতিমধ্যেই পাঁচ দফার ভোটগ্রহণ অতিক্রান্ত| আগামী ১২ মে ষষ্ঠ দফার ভোটগ্রহণের পর আগামী ১৯ মে সপ্তম দফার ভোটগ্রহণ হবে| লোকসভা নির্বাচনের ভোটগণনা এবং ফলাফল ঘোষণা হবে আগামী ২৩ মে|