BRAKING NEWS

সুকলছাত্রীকে মারধর করায় সাসপেন্ড শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷  তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ক্লাশ চলাকালীন প্রচন্ড মারধরের ঘটনায় অস্নাতক শিক্ষককে সাময়ীক বরখাস্ত করল ত্রিপুরার শিক্ষা দপ্তর৷ তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে৷

গত ৬ মে দক্ষিণ জেলার বিলোনীয়ার বরপাথরী এসবি সুকলে গ্রীষ্মকালীন শিবিরে তৃতীয় শ্রেণীর ছাত্রী প্রতিমা দেবনাথকে প্রচন্ড মারধর করেছেন শিক্ষক চন্দন শীল শর্মা৷ অক্ষরে ৫৭ লেখতে পারেনি ওই ছাত্রী, তাই তার পায়ে বেত দিয়ে প্রচন্ড মেরেছিলেন শিক্ষক শ্রীশর্মা৷ ওই ঘটনায় গুরুতর আহত ছাত্রীকে বড়পাথরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দে ভর্তি করা হয়েছিল৷ গত ৭ মে ছাত্রীটি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে৷ এদিকে, ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর বাবা মিন্টু দেবনাথ এবং মা গায়েত্রী দেবনাথ পিআর বাড়ি থানায় মামলা দায়ের করেন৷ ভারতীয় দন্ডবিধি ৩২৫ এবং ৫০৬ ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে৷ বর্তমানে শিক্ষক চন্দন শীল শর্মা পলাতক বলে পুলিশ জানিয়েছে৷

এদিকে, ওই ঘটনায় জেলা শিক্ষা আধিকারিককে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছিল শিক্ষা দপ্তর৷ তদন্তে ঘটনা সত্য বলে প্রমাণিত হয়েছে৷ তাই, বিদ্যালয় পরিদর্শক এবং বড়পাথারি এসবি সুকলের প্রধান শিক্ষককে ওই শিক্ষকের ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর৷ শিক্ষা মন্ত্রী রতন লাল জানিয়েছেন, শিক্ষক চন্দন শীল শর্মাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল৷ এখন শিক্ষার অধিকার আইনে তাঁকে সাময়ীক বরখাস্ত করা হয়েছে৷ পাশাপাশি, তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *