স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ভাটি অভয়নগরে ভাড়া বাড়িতে স্ত্রীকে গয়ে কেরোসিন ঢেলে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত৷ সাজা প্রাপ্ত ব্যক্তির নাম টুটন সরকার ওরফে কেশব৷ ২০১২ সালের ২২শে নভেম্বর মধ্য রাতে বাটি অভয়নগরের একটি ভাড়া বাড়িতে স্ত্রী শেফালি সরকারকে গায়ে কেরোসিন ঢেলে হত্যা করেছিলো স্বামী টুটন সরকার৷ এব্যাপারে আগরতলা পশ্চিম থানায় মামলা গৃহিত হয়৷ তদন্ত কারী অফিসার বিদ্যালক্ষী দেববর্মা তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন৷

এই মামলায় ১৬ জন স্বাক্ষী দেন৷ দীর্ঘ শুনানির পর পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাস্ট ট্র্যাক আদালতে বুধবার এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন৷ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক৷ উল্লেখ্য, শেফালি সরকার নামে ঐ মহিলা দুই সন্তানের জননি৷ প্রথম পক্ষের স্বামীকে ছেড়ে টুটন সরকারের সঙ্গে দ্বিতীয়বার ঘর করেন তিনি ৷ টুটন ও শেফালি দুজনই রাজমিস্ত্রির যোগালি হিসেবে কাজ করত৷ সেই সুত্রেই তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে৷ এমন কি দুই সন্তান ও স্বামী ছেড়ে টুটনের হাত ধরে জীবনযাপন শুরু করে শেফালি৷ কিন্তু সুখ স্থায়ী হয়নি৷ কলহ চরম আকার ধারণ করে৷ এরই জেরে ভাড়া বাড়িতে গায়ে কেরোসিন ধরে শেফালিকে হত্যা করে টুটন ৷ এই মামলার রায় ঘোষণার পর শেফালির আত্মীয় পরিজনরা সন্তুষ ব্যক্ত করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *