নাবালিকা গণধর্ষণ কান্ডে মূল অভিযুক্ত পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৮ মে৷৷ উত্তরের কদমতলা থানা দিন গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত পুলিশের জালে৷ গোপন সূত্রের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ মূল অভিযুক্ত সানম উদ্দিনকে কদমতলা হাসপাতালের সামনে থেকে আটক করতে সক্ষম হয়৷ এফ আই আর মূলে অভিযুক্ত ৩ জন ছিল তার মধ্যে ২ জনকে আটক করেছে কদমতলা থানার পুলিশ৷ আটককৃত দুইজন ব্যক্তি সানম উদ্দিন ও একলাছ উদ্দিন৷ ময়না মিয়া নামের অভিযুক্ত এখনো পলাতক৷বোনের বাড়িতে বেড়াতে এসে বহি রাজ্যের এক নাবালিকা গণ ধর্ষিতা হয়৷ এই ঘটনাটি সংঘটিত হয়েছে চুড়াইবাড়ি থানা দিন শনিছড়া এলাকায়৷

ঘটনার বিবরণে জানা যায়, পার্শবর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন বাজারিছড়া এলাকার এক নাবালিকা কদমতলা থানাধীন কূর্তী মধ্য রাজনগর এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসে৷ মধ্য রাজনগরের বোনের বাড়ী থেকে ওই নাবালিকার মামাতো ভাইয়ের সাথে চুড়াইবাড়ি থানা দিন শনিছর এলাকায় ঘুরতে যায়৷ সেখানে একটি পরিত্যক্ত বাড়িতে মামাতো ভাই সহ আরও দুই যুবক মিলে বলপূর্বক গণধর্ষণ করে ওই নাবালিকাকে,এমনটাই অভিযোগ নাবালিকার ও তার পরিবারের৷ তিন যুবক মিলে গণধর্ষণের পর ওই নাবালিকাকে ফেলে চলে যায়৷ তারপর অতি চতুরতার সহিত গণধর্ষিতা নাবালিকা কুর্তি মধ্য রাজনগরের বোনের বাড়িতে এসে বোনের কাছে বিস্তারিত খুলে বলে৷ তারপর নাবালিকার বোন ও তার আত্মীয় পরিজনরা কদমতলা থানায় অভিযুক্ত ওই তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন৷

নাবালিকা ও তার পরিবারের অভিযোগ মূলে কদমতলা থানার পুলিশ ঘটনাটি তদন্ত করে ইতিমধ্যে এফ আই আর এর নাম থাকা দুজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ এদিকে কদমতলা থানার ওসি দেবজিত চ্যাটার্জি জানান গণধর্ষণ কাণ্ডের তিন অভিযুক্তদের মধ্যে দু’’জনকে আটক করে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে৷