গৌরনগর ব্লকের কারখানা পাড়া এলাকায় পানীয় জলের তীব্র সমস্যা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৮ মে৷৷ কৈলাসহর গৌরনগর ব্লকের অধীন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের কারখানা পাড়া এলাকায় পানীয় জলের তীব্র সমস্যা দেখা দিয়েছে৷ এলাকায় দেড়শো থেকে দুশো পরিবার বসবাস করে এদের পানীয় জলের ভরসা এলাকার একটিমাত্র ডিপ টিউব ওয়েলের উপর৷ প্রায় বছর খানেক ধরে এই টিউবওয়েলটিও নষ্ট হয়ে পড়ে আছে৷ যার ফলে এলাকাবাসী প্রায় ১৪ কিলোমিটার দূর থেরে পানীয় জল সংগ্রহ করে তৃষ্ণা নিবারন করছে৷ গ্রামবাসীরা কয়েকবার নিজেরাই চাঁদা দয়ে টিউবওয়েলটি ঠিক করলে ও পুনরায় সেটি আবার অকেঁজো হয়ে পড়ে৷ স্থানীয় পঞ্চায়েত বারবার অভিযোগ করা সত্ত্বেও তারাও কোন পদক্ষেপ নিচ্ছে না৷

এলাকায় প্রায় নববই শতাংশ মানুষ শ্রমিক৷ এই শ্রমিক মেহনতি মানুষরা পানীয় জলের সুবন্দোবস্ত করার জন্য গৌরনগর ব্লকের বিডিও-এর নিকট ও ডেপুটেশান দিয়েছিল৷ কিন্তু তাতেও কোন কাজের কাজ হয়নি৷ গ্রীষ্মের দাবদাহে অতিষ্ট ও তৃষ্ণার্ত এই এলাকাবাসী প্রায় ১ কিলোমিটার দূর থেকে বহু কষ্ট করে জল সংগ্রহ করছে৷ পঞ্চায়েতের তরফ থেকে গাড়ির মাধ্যমে ও কোন পানীয় জলের বন্দ্যোবস্ত করা হচ্ছেনা বলে জানালেন গ্রামবাসীরা৷
এলাকাবাসীর দাবি অতিসত্বর এই গ্রামের প্রতিটি মানুষের জন্য পানীয় জল সুনিশ্চিত করতে হবে৷ গ্রীষ্মের অতীব দাব দাহেও পানীয় জলের সবকটি ভূগছে কৈলাসহর গৌরনগর ব্লকের অধীন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দারা৷ ঐ এলাকায় দেড়শো থেকে দুইশো পরিবার বসবাস করে ৷ তাদের একটি মাত্র ডিপ টিউবেলের উপর নির্ভর করে চলতে হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *