নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে ৷৷ আজ শুভ অক্ষয় তৃতীয়া৷ ধর্মীয় মতে অক্ষয় তৃতীয়া তিথি যা কিছু ক্রয় করা হয় তা অক্ষয় থাকে৷ অক্ষয় তৃতীয়া তিথিতে রাজধানীর মন্দিরে মন্দিরে বিশেষ পূজার্চ্চনার আয়োজন করা হয়েছে৷ ব্যবসায়ীদের অনেকেই অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্ণে দেবমন্দিরে গিয়ে হাল খাতার যাত্রা করেন৷ অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্ণে ধর্মপ্রাণ মানুষজন সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভীড় করেছেন৷ ব্যবসায়ীরা হালখাতা যাত্রা করতে লক্ষ্মীনারায়ণবাড়ি, রামঠাকুর আশ্রম সহ অন্যান্য আশ্রমে যান৷ বৈদিক ব্রাহ্মণরা ব্যবসায়ীদের হালখাতা লিখে সিঁদুরের টিকা দিয়ে হালখাতা যাত্রা করেন৷ এইনয়ে ভক্তপ্রাণ মানুষের মধ্যে অক্ষয় তৃতীয়ার সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ ব্রাহ্মণরা জানায় এই তিথিতে সবকিছুই অক্ষয় হয়৷
যে কারণেই ভক্তপ্রাণ মানুষ এই পূণ্য তিথিতে নানা কামনা বাসনা করেন৷ ভক্তের মনোকামনা পূর্ণ হয়৷ অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে বিভিন্ন জুয়েলারী দোকানগুলিতে ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও করা হয়েছে৷ এদিন জুয়েলারীর দোকানগুলিতেও ক্রেতাদের ভীড় পরিলক্ষিত হয়৷ এক মহিলা ক্রেতা জানালেন, তাদের বিশ্বাস অক্ষয় তৃতীয়াতে সোনা গয়না কিনলে তা অক্ষয় থাকে৷ সেই বিশ্বাস নিয়েই তিনি সোনা গয়না কিনতে এসেছেন৷ রামঠাকুর আশ্রমে অক্ষয় তৃতীয়ায় বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ ভক্তরা জানান, এদিনই রামঠাকুরের আবির্ভাব ঘটেছিল৷ একই তিথিতে প্রয়াণ হয়েছিল রামঠাকুরের৷ স্বাভাবিক কারণেই দিনটি তাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ৷ অক্ষয় তৃতীয়া তিথি রাজ্যের অন্যান্য স্থানেও বিভিন্ন দেবদেবীর মন্দিরে ভক্তপ্রাণ মানুষের ভিড় পরিলক্ষিত হয়েছে৷ এই পূণ্য তিথিতে সকলেই পরিবার পরিজন সহ সকলের সুখ সমৃদ্ধি কামনা করেন৷