নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৬ মে৷৷ শিক্ষকের মারে গুরুতর হয়েছে তৃতীয় শ্রেণীর ছাত্রী৷ ঘটনাটি ঘটেছে বিলোনীয়ার বড়কাশারী এসবি সুকলে৷

ঘটনার বিবরণে প্রকাশ, আজ বড়কাশারী এসবি সুকলে তৃতীয় শ্রেণীর ক্লাশ চলাকালীন শিক্ষক চন্দন শীল প্রতিমা দেবনাথকে ৫৭ উচ্চারণ করতে বলেন৷ ওই ছাত্রী তা উচ্চারণ করতে পারেনি৷ তাতে, শিক্ষক চন্দন শীল ওই ছাত্রীকে ভিষণ মেরেছেন বলে অভিযোগ৷ তাতে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে৷ এই ঘটনায় সুকলে ওই ছাত্রীর অভিভাবক বিক্ষোভ দেখিয়েছেন৷ তবে, সুকল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷