সিবিএসই’র দশমে সম্ভাব্য প্রথম সুজাতা লোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ সিবিএসই পরিচালিত মাধ্যমিকের ত্রিপুরায় সম্ভাব্য প্রথম হয়েছে অক্সিলিয়ামের ছাত্রী সুজাতা লোধ৷ সুজাতা ৯৮.৬ শতাংশ নম্বর পেয়েছে৷ এদিকে, ত্রিপুরায় সম্ভাব্য দ্বিতীয় হয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র শুভজিৎ ভৌমিক৷ শুভজিৎ ৯৮.৪ শতাংশ নম্বর পেয়েছে৷ এছাড়া, সম্ভাব্য তৃতীয় হয়েছে প্রণবানন্দ বিদ্যা মন্দিরের ইপ্সিতা দত্ত এবং সম্ভাব্য চতুর্থ হয়েছে শ্রীকৃষ্ণ মিশন সুকলের তিন ছাত্রী বিজয়শ্রী পাল, রিত্বিকা মজুমদার ও বর্ণালি সাহা৷ ইপ্সিতার প্রাপ্ত নম্বর ৯৮.২ শতাংশ৷শ্রীকৃষ্ণ মিশন সুকলের তিন ছাত্রীর প্রাপ্ত নম্বর ৯৮ শতাংশ৷


অক্সিলিয়ামের ছাত্রী সুজাতা লোধ বিজ্ঞানে এবং তথ্য প্রযুক্তিতে ১০০ নম্বর পেয়েছে৷ এছাড়া হিন্দীতে ৯৯, অংকে ৯৮, ইংরেজীতে ৯৬ এবং বিজ্ঞানে ৯৫ নম্বর পেয়েছে৷ বাবা আমবাসার সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমিত লোধ এবং মা সুনন্দা লোধ মেয়ের সাফল্যে ভীষন খুশি৷
আজ এক প্রেস বিবৃতিতে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় জানিয়েছে, সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের মোট ৭৫ জন পরীক্ষার্থীই পাশ করেছে৷ তাদের মধ্যে প্রথম বিভাগে ৭৩ জন এবং দ্বিতীয় বিভাগে ২ জন ছাত্র উত্তীর্ণ হয়েছে৷ বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর পেয়েছে শুভজিৎ ভৌমিক৷ এছাড়া বিদ্যালয়ের যুগ্মভাবে ৯৭.৬ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে সৌহার্দ্য নাথ এবং অর্ঘ্যদ্বীপ দাশ৷ এদিকে, ৯৭.৪ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ে তৃতীয় স্থান অধিকার করেছে আকাশ পাল, অনুরাগ গন চৌধুরী এবং অর্ঘ্যদ্বীপ দাশ৷


এদিকে, শ্রীকৃষ্ণ মিশন সুকল এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, বিদ্যালয়ে পাশের হার ১০০ শতাংশ৷ সুকলের ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে তিন জন ছাত্রী৷ তারা হল বিজয়শ্রী পাল, রিত্বিকা মজুমদার ও বর্ণালী সাহা৷ এছাড়া ৯৭.৮ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ে যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছে অস্মিতা রায় ও পূর্বা দেবনাথ৷ পাশাপাশি ৯৭.৪ শতাংশ নম্বর পেয়ে আচল দেবনাথ, সঞ্চয়িতা দাসগুপ্ত, অঙ্কিতা সরকার ও দেবর্ষি দাশ তৃতীয় স্থান লাভ করেছে৷ এই বিদ্যালয়ে ২৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৫ জন প্রথম বিভাগে এবং ৩৪ জন দ্বিতীয় বিভাগে পাশ করেছে৷ তাদের মধ্যে ৯০থেকে ৯৮ শতাংশ নম্বর পেয়েছে ৯৬ জন ছাত্র ছাত্রী৷ ৮০ থেকে ৯০ শতাংশ নম্বর পেয়েছে ৭১ জন ছাত্র ছাত্রী এবং ৭০ থেকে ৮০ শতাংশ নম্বর পেয়েছে ৫৭ জন ছাত্র ছাত্রী৷ ৪১ জন ছাত্র ছাত্রী ৬০ থেকে ৭০ শতাংশ নম্বর পেয়েছে৷ বাকিরা দ্বিতীয় বিভাগে পাশ করেছে৷ এই সাফল্যের জন্য সুকলের অধিকর্তা দিনবন্ধু দাশ ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *