BRAKING NEWS

রাজ্য প্রশাসনে রদবদল, পশ্চিম আসনে অপসারিত আরও-এর ঠাঁই হল জাতীয় স্বাস্থ্য মিশনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ রাজ্য প্রশাসনে রদবদল হয়েছে৷ তাতে দেখা গেছে, ত্রিপুরা পশ্চিম আসনে অপসারিত রিটার্নিং অফিসার সন্দীপ মাহাত্মের ঠাঁই হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনে৷ তাঁকে জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর পদে দায়িত্ব দেওয়া হয়েছে৷ পাশাপাশি, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর পদের দায়িত্ব থেকে ডাঃ শৈলেষ যাদবকে সরানো হয়েছে৷ এই দুই আধিকারীক নানা বিতর্কে জড়িয়ে যাওয়ায় প্রশাসনিক রদবদলে তাঁদের দপ্তর বদল করেছে ত্রিপুরা সরকার৷


ত্রিপুরায় লোকসভা নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে পশ্চিম আসনে ভোট নিয়ে৷ বিরোধীরা ভোট কারচুপির অভিযোগ এনে এখনো পশ্চিম আসনে পুনঃ ভোটের দাবিতে অনঢ় রয়েছেন৷ ত্রিপুরার ইতিহাসে নজীরবিহীনভাবে নির্বাচনী প্রক্রিয়া কলংকিত হয়েছে৷ তার দায় পশ্চিম আসনের রিটার্নিং অফিসারের উপরও বর্তায়, তা অস্বীকার করার কোন উপায় নেই৷ ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ ঘোষণা দেওয়ার পর ভোলবদল করেছেন ত্রিপুরা পশ্চিম আসনে অপসারিত রিটার্নিং অফিসার সন্দীপ মাহাত্মে৷ শুধু তাই নয়, ৪৩৩টি বুথে ভোটে গড়মিল পাওয়া গিয়েছে এমন রিপোর্টও তিনি নির্বাচন কমিশনকে দিয়েছেন৷ তাছাড়া ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারীক কমিশনে তাঁর বিরুদ্ধেই রিপোর্ট দিয়েছেন৷ স্বাভাবিকভাবেই, নির্বাচন কমিশন সন্দীপ মাহাত্মেকে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াই উচিৎ বলে মনে করেছে৷


নির্বাচন কমিশন পশ্চিম আসনে রিটার্নিং অফিসার পদের দায়িত্ব থেকে সন্দীপ মাহাত্মেকে অপসারিত করে তাঁর স্থালাভিষিক্ত করেছে পূর্ব আসনের রিটার্নিং অফিসার বিকাশ সিংকে৷ এদিকে, স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত সচিব শরদিন্দু চৌধুরীকে নির্বাচন কমিশন পূর্ব আসনে রিটার্নিং অফিসারের দায়িত্ব দিয়েছে৷
কমিশনের নির্দেশে যেহেতু কোন নির্বাচনী কাজে সন্দীপ মাহাত্মেকে নিযুক্ত করা যাবে না, তাই ত্রিপুরার সরকারের সাধারণ প্রশাসন তাঁকে জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর পদে দায়িত্ব দিয়েছে৷ পাশাপাশি তিনি আয়ুষ্মান ভারতের মুখ্য কার্যনির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন৷


এদিকে, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর এবং আয়ুষষ্মান ভারত প্রকল্পের মুখ্য কার্যনির্বাহী অফিসারের দায়িত্ব থেকে সরানো হয়েছে ডাঃ শৈলেষ যাদবকে৷ ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসনের বিজ্ঞপ্তি অনুসারে তিনি এখন থেকে শুধু আগরতলা পুর নিগমের কমিশনার পদের দায়িত্ব সামলাবেন৷
রাজ্যে ডাঃ শৈলেষ যাদব বিতর্কিত আইএএস অফিসার হিসেবে চিহিণত৷ বিধানসভা নির্বাচনের আগে জনৈক আইনজীবীকে মারধরের ঘটনায় লিপ্ত ছিলেন তিনি৷ ওই ঘটনায় অনেক জলঘোলা হয়েছিল৷ আইনবীজীরা প্রতিবাদে কর্মবিরতীও পালন করেছেন৷ তবে, পুলিশ প্রশাসন হস্তক্ষেপে তখনকার মতো ঘটনা মিটমাট হয়ে গিয়েছিল৷ এছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা হিসেবেও তিনি বিতর্কের ছাপ রেখে গেছেন৷


তাতে ধারণা করা হচ্ছে, রদবদলের মাধ্যমে তাঁদের একপ্রকার সতর্ক করেছে প্রশাসন৷ ভবিষ্যতে কাজের ক্ষেত্রে দায়িত্ব পালনে কোন গাফিলতি বরদাস্ত করা হবে না, তাও তাঁদের বোঝানো হয়েছে বলেই মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *