বেতন না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গন্ডাছড়া বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘেরাও ২২জন শিক্ষকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ এডিসি এলাকায় নিযুক্ত বিভিন্ন সুকলের ২২ জন শিক্ষককে বেতন না দেওয়ার ঘটনায় জোর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ওই শিক্ষকরা সোমবার গন্ডাছড়া বিদ্যালয় শিক্ষা দপ্তরের সুকল পরিদর্শকের অফিস ঘেরাও করেছে৷ এই অফিস ঘেরাওয়ের ঘটনার প্রেক্ষিতে দপ্তর কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে ওই শিক্ষকদের বিরুদ্ধে৷ শুধু তাই নয় ওই শিক্ষকদের দপ্তরের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে কেন তারা সুকলে অনুপস্থিত ছিলেন৷ ওই শিক্ষকরা তাদের শোকজের জবাবে যে ছুটির উল্লেখ করেছেন সেই ছুটি তাঁর প্রাপ্য নন৷ তাই তাদের বেতন দেওয়া হবে না বলে দপ্তরের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷


এদিন শিক্ষকরা বিদ্যালয় পরিদর্শক প্রগতী চাকমার অফিস ঘেরাও করেছেন৷ তাদের এই ঘেরাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বিএমএসএরে বিভিন্ন সংগঠন৷ বিএমএস নেতৃত্ব বিদ্যালয় পরিদর্শকের অফিসে ঢুকে প্রগতী চাকমার সাথে কথা বলেন৷ কোন সদুত্তর না পেয়ে তারা বিদ্যালয় পরিদর্শককে তালাবন্দী করে রাখেন৷ ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেন স্থানীয় ডেপুটি কালেক্টর হেমেন্দ্র বিকাশ পাল৷ তিনি গিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *