নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ রাজ্যের শিক্ষা ক্ষেত্রগুলিতে ভয়ঙ্কর অন্ধকার পরিস্থিতি বিরাজ করছে৷ ছাত্রছাত্রীরা কলেজে পরীক্ষা দিতে গেলে শাসকদল সমর্থিত গেরুয়া ছাত্র সংগঠন ভয় ভীতি দেখাচ্ছে৷ এমন-কি তাদের হাতে আক্রান্ত হচ্ছে ছাত্ররা৷ কলেজে শিক্ষার যে পরিবেশ থাকা দরকার তা নষ্ট করছে শাসকদলীয় ছাত্র সংগঠন৷ সম্প্রতি রাজ্যের আরও নতুন সংযোজন, শিশু ও ছাত্রীদের ওপর নির্যাতনের ঘটনা প্রায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে৷ কিন্তু বিজেপি-আইপিএফটি জোট সরকার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ৷ এমনই অভিযোগ বাম সমর্থিত দুই ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ-এর৷

রাজ্য সরকারের ব্যর্থতাকে ধিক্কার জানিয়ে এবং রাজ্যের শিক্ষা ক্ষেত্রে সৃষ্ট অরাজকতা বন্ধ করা, আইন-শৃঙ্খলা কঠোরভাবে বলবৎ করার দাবিতে রবিবার বিকেলে আগরতলায় এক প্রতিবাদী মিছিলের আয়োজন করে দুই ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ-এর সদস্য-সদস্যারা৷ মিছিলটি রাজধানীর সিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে৷ পাশাপাশি এদিন মিছিল থেকে গত ১ মে রাতের আঁধারে সিপাহিজলা জেলার বিশালগড়ে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের আবক্ষ মূর্তি দুষৃকতীর দল ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে৷
মিছিলের শুরুতে এসএফআই-এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব এ-সব আক্রমণের ঘটনা বন্ধের দাবি জানান৷ সেই সঙ্গে বলেন, রাজ্যে এখন মহাপুরুষদের মূর্তি ভাঙার সংসৃকতি চালু হয়েছে৷ লেলিন থেকে শুরু করে, কালমার্কস, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদার এবং সর্বশেষ সংযোজন কবি সুকান্তের মূর্তি ভেঙে ফেলা৷ আজকের মিছিলে সন্দীপন দেব ছাড়াও টিএসইউ-এর সম্পাদক নেতাজি দেববর্মা-সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন৷