নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে ৷৷ রাজ্য হোমিওপ্যাথি হাসপাতালে রবিবার বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষ্যে এক বৃক্ষ রোপণ ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷ বৃক্ষ রোপণ ও রক্তদান উৎসবের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী হোমিওপ্যাথি চিকিৎসাকে আরও জনপ্রিয় করে তোলার উপর গুরুত্বারোপ করেন৷

বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষ্যে আয়োজিত রক্তদান ও বৃক্ষ রোপণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস বলেন, রক্তদান একটি মহৎ দান এর কোনও বিকল্প নেই৷ বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য অর্জিত হলেও এখনও পর্যন্ত বিজ্ঞানীরা রক্তের বিকল্প কোনও কিছু আবিষ্কার করতে পারেননি৷ একমাত্র রক্তদানের মধ্য দিয়েই রক্তের চাহিদা পূরণ করা সম্ভব৷ মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে রক্তের কোনও বিকল্প নেই৷ অধ্যক্ষ বলেন, শহর এলাকায় যেভাবে ব্যাপক সংখ্যায় রক্তদান শিবির সংগঠিত হচ্ছে সেইভাবে গ্রামীণ এলাকায় রক্তদান শিবির সংগঠিত হচ্ছে না৷ এজন্য তিনি সমাজ ব্যবস্থায় ও সংস্কার ও গ্রামের মানুষের মধ্যে ভীতিকে দায়ী করেছেন৷ এজন্য গ্রামীণ মানুষকে কুসংস্কারমুক্ত ও ভীতিমুক্ত করে রক্তদানে শামিল করার জন্য সমাজ সচেতন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি৷ একইসঙ্গে মা-বোনদেরকেও অধিক সংখ্যায় রক্তদানে উৎসাহিত করতে আহ্বান জানান৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা রামকৃষ্ণ মঠ ও মিশনের সচিব স্বামী হিতকানন্দ মহারাজ, বিধায়ক আশিস কুমার সাহা, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য বিশিষ্টজনেরা৷