ভোপাল, ৪ মে (হি.স.) : কৃষক ঋণ মকুব নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কৃষি ঋণ মকুব নিয়ে মিথ্যা কথা বলছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ কৃষি ঋণ মকুব নিয়ে অসঙ্গতিতে ভরা কথা বলছে বলে দাবি করেছেন তিনি।
শনিবার ভোপালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেন, কৃষি ঋণ মকুব নিয়ে অসঙ্গতিতে ভরা মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং মুখ্যমন্ত্রী কমল নাথ। রাহুল গান্ধী বলেছিলেন ক্ষমতায় আসার দুই ঘন্টার মধ্যে কৃষি ঋণ মকুব করে দেওয়া হবে। অন্যদিকে কমল নাথ কৃষকদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে জানিয়েছে কৃষি ঋণ মকুবের আবেদন পত্র জমা পড়েছে। কিন্তু লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধির ফলে কৃষি ঋণ মকুব কার্যকর করা যাচ্ছে না।কৃষি ঋণ মকুব প্রসঙ্গে রাহুল গান্ধীকে তোপ দেগে শিবরাজ সিং চৌহান আরও বলেন, কৃষকদের প্রতারিত করে কৃষি ঋণ মকুব নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছেন কংগ্রেস সভাপতি। ১২০ দিন হয়ে গিয়েছে মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার গঠন হয়েছে কিন্তু এখনও রাজ্যে কৃষকদের ঋণ মকুব হয়নি। রাহুল গান্ধী বলেছিলেন ক্ষমতায় এলে কৃষি ঋণ মকুব দুই ঘন্টার মধ্যে মকুব হয়ে যাবে। রাহুল গান্ধী বলেছিলেন দশ দিনের মধ্যে কৃষি ঋণ মকুব না হলে তিনি মুখ্যমন্ত্রী বদল করে দেবেন।
উল্লেখ্য, মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যে ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুব করে দেওয়া হবে। আর সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে কংগ্রেস বলে দাবি করছে বিজেপি।