স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাবাস

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৯ এপ্রিল৷৷ পনের জন্য স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাবাসের সাজা দিলেন খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারক গৌতম সরকার৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, ২০১৬ সালের ১লা ফেব্রুয়ারী সন্ধ্যায় আমবাসার বাসিন্দা কাজল নাথ ভৌমিক নিজ বাড়িতে স্ত্রী রাখী দেবনাথের শরীরে আগুন ধরিয়ে দেয়৷ রাখীর চিৎকারে প্রতিবেশীরা এসে অগ্ণিদগ্দ অবস্থায় রাখীকে আমবাসা হাসপাতালে নিয়ে গেল আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে পাঠানো হয়৷

ওই বছর ১০ ফেব্রুয়ারী জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখীর মৃত্যু হয়৷
ওইদিনই গ্রামবাসীরা কাজলকে পুলিশের হাতে তুলে দেয়৷ পরে রাখীর বড় বোন মঞ্জু দেবনাথ তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩২৬/৩০২ ধারায় মামলা রুজু করে৷ মামলার নম্বর ১৭/২০১৬৷ ১১ জন স্বাক্ষীর বয়ান শোনার পর সোমবার খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারক গৌতম সরকার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ও যাবজ্জীবন কারাবাসের সাজা দেন৷ উল্লেখ্য, ২০০৬ সালে কাজল তেলিয়ামুড়ার মহারণীতে বিয়ে করে৷ তাদের দুটি পুত্র সন্তান রয়েছে৷ মদ খাওয়ার জন্য টাকা চেয়েছিল স্ত্রীর কাছে৷ তাছাড়া রাখীকে প্রতিনিয়ত অত্যাচার করত বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *