যান সন্ত্রাস রোধে প্রশাসনকে কাঠগড়ায় তুলে জাতীয় সড়কে বিক্ষোভ ছাত্রদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ রাজ্যে যান সন্ত্রাস ক্রমেই বেড়ে চলেছে৷ পৃথক স্থানে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে৷ এদিকে, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের এক কর্মীর দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে প্রশাসনকে কাঠগড়ায় তুলে হোস্টেলের ছাত্ররা শনিবার আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেছে৷ তাতে কিছু সময় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷

আগরতলা সাব্রুম জাতীয় সড়কে সূর্যমনি নগরে বিশ্ববিদ্যালয়ের সামনে পথ দুর্ঘটনায় এক হোস্টেল কর্মীর মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ছাত্র ও স্থানীয় জনগণ শনিবার জাতীয় সড়ক অবরোধ করে৷ অবরোধের ফলে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷

জাতীয় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই৷ এর ফলে জাতীয় সড়কে দুর্ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে৷ শুক্রবার বিকেল সাড়ে চারটা নাগাদ বিশ্ববিদ্যালয় হোস্টেলের এক কর্মী যখন জাতীয় সড়ক পারাপার হচ্ছিলেন তখনই দ্রুতগামী গাড়ি এসে তাকে ধাক্কা দেয়৷ তাতে ছিঁটকে পড়ে তিনি গুরুতরভাবে আহত হন৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ এরই প্রতিবাদে হোস্টেল ছাত্ররা শনিবার বিশ্ববিদ্যালয়ের সামনে আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে৷ অবরোধের ফলে যান বাহন আটকে পড়ে, তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ অবরোধকারীদের দাবি জাতীয় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে হবে, স্পীড ব্রেকারের ব্যবস্থা করতে হবে, ট্রাফিক পুলিশ নিয়োগ করতে হবে৷

জাতীয় সড়ক অবরোধেরে খবর পেয়ে আমতলী থানার পুলিশ এবং এসডিপিও ঘটনাস্থলে ছুটে আসেন৷ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন এসডিপিও৷ এসব দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি৷ এরপরই অবরোধ প্রত্যাহার করে হোস্টেল ছাত্ররা৷

অবরোধের কলে বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ স্থলের দুপাশে প্রচুর যানবাহন আটকে পড়ে৷ প্রচন্ড গরমে ছাত্রীদের চরম দর্ভোগ পোহাতে হয়েছে৷

এদিকে, খোয়াইয়ের চেবড়ি এলাকায় একটি বাইকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে৷ তার নাম শুভধবনি দেবনাথ৷ বয়স পয়ষট্টি৷ দুর্ঘটনার পরপরই এলাকার লোকজন ওই বাইকটি আটক করে এবং বাইকের চালক ও আরোহী দুই যুবককে বেধরক মারধর করে৷ জনরোষে আহত ওই দুই যুবক হল রাকেশ পাল এবং চিরঞ্জিব পাল৷ তাদের প্রথমে চেবরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা গুরুতর হওয়ায় পরে খোয়াই হাসপাতালে রেফার করা হয়৷ পুলিশ এই ব্যাপারে দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ জানা গিয়েছে, ওই বৃদ্ধা স্থানীয় শচীন্দ্রনগর আশ্রমে যাওয়ার জন্য রাস্তা ধরে চলছিলেন৷ হঠাৎই দ্রুতবেগে ছুটে গিয়ে ওই বাইকটি তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ তাতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন৷ তাকে সাথে সাথেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান তাকে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়৷

অন্যদিকে, দামছড়ায় টিআর-০৫-১৬০৭ নম্বরের একটি বুলেরো মিনি ট্রাকের ধাক্কায় অভিজিৎ সিনহা নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ ওই শিশু রাস্তার পাশে খেলা করছিল৷ আচমকা ওই গাড়িটি দ্রুতবেগে ছুটে গিয়ে শিশুটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ তাতে অভিজিৎ রাস্তার উপর ছিটকে পড়ে এবং গুরুতরভাবে আহত হয়৷ পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, শেষ রক্ষা হয়নি৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই শিশুটির মৃত্যু হয়েছে৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *