শ্বশুর বাড়িতে ঝুলন্ত মৃতদেহ ঘর জামাইয়ের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৬ এপ্রিল৷৷ ফাঁসিতে ঝুলন্ত অবস্থা মৃতদেহ উদ্ধার হয়েছে এক ব্যক্তির৷ ঘটনাটি ঘটেছে উত্তর জেলার কদমতলা থানাধীন সরলা গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে৷ ক্ষুদিরাম কলোনির পরিমল বাগদি (২৭) পিতা মৃত নিতাই বাগদির নিজ ঘরে বারান্দায় পরিমলের ফাঁসিতে ঝুলানো মৃতদেহ দেখতে পায় তার শাশুড়ি৷ তখন চিৎকার চেচামেচি করলে পরিমলের স্ত্রী সহ অন্যান্য আত্নীয় পরিজনরা ছুটে এসে পরিমলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান৷ খবর দেওয়া হয় কদমতলা থানাকে৷ ঘটনাস্থলে ছুটে যান কদমতলা থানার এএসআই সৌভাগ্য চাকমা৷ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি নামিয়ে কদমতলা হাসপাতালের মর্গে নিয়ে আসেন ময়না তদন্তের জন্য৷ ময়নাতদন্তের পর পরিমল বাগদির মৃতদেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷

এদিকে কদমতলা থানার এএসআই সৌভাগ্য চাকমা জানান, উনারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান পরিমল বাগদি নামের ব্যক্তির মৃতদেহটি বারান্দায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলানো৷তার স্ত্রীর শাড়ি দিয়ে গলাতে ফাঁস লাগিয়ে নিজ ঘরের বারান্দায় ফাঁসিতে ঝুলানো৷ তবে উনার প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা৷ সৌভাগ্য চাকমা জানান উনার একটি মামলা হাতে নিয়ে ঘটনাটি সূক্ষ্মভাবে তদন্ত করে দেখছেন৷ অপরদিকে মৃত ব্যক্তির ভাই জানায়,৮ বছর পূর্বে একই গ্রামের ক্ষুদিরাম কলোনির বাদল কর্মকারের মেয়ে লক্ষ্মীমণি কর্মকার এর সাথে তার বড় ভাই পরিমল বাগদির বিয়ে হয়৷ বিয়ের পর থেকে পরিমল বাগদী তার শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকতো৷শশুরের কোন ছেলে মেয়ে না থাকাতে একমাত্র মেয়ের জামাইকেই নিজ বাড়িতে আশ্রয় দেন৷ সে আরো জানায় তার বড় ভাই পরিমল বাগদীর পাঁচ বছরের এক পুত্র সন্তান রয়েছে৷

সে পেশায় ছিল আসামের করিমগঞ্জের একটি হোটেলের কর্মচারী৷ একমাস যাবত সে বাড়িতে এসেছিল৷আর ভাই বাড়িতে আসায় ছোট ভাইও বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে থাকতো৷ছোট ভাই আরো জানায়,গতকাল তার সাথে ধর্মনগর রাজমিস্ত্রি কাজে গিয়েছিল এবং পুনরায় বিকেল বেলা ঘরে ফিরেও এসেছিল৷ রাতের খাবার খেয়ে শুয়ে ছিল বড় ভাই কিন্তু ভোরে উঠে দেখতে পায় তার বড় ভাই ফাঁসিতে ঝুলানো অবস্থায়৷ কি কারনে ভাই ফাঁসি দিয়ে আত্মহত্যা করল তার কারণ খুঁজে পাচ্ছে না ছোট ভাই৷ কারণ ভাই ও ভাইয়ের বউ এর মধ্যে কোন দিন কোন বাক-বিতণ্ডা হয়নি৷ পরিমল বাগদির ফাঁসি দিয়ে আত্নহত্যা গোটা ক্ষুদিরাম কলোনি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *