ভোট কর্মীদের সঠিক ভাবে দায়িত্ব পালন করতে কড়া বার্তা সিইও’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ ত্রিপুরা পূর্ব আসনের ভোটে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন৷ প্রাক্তন সহকারী নির্বাচন কমিশনার বিনোদ জুৎসিকে এই দায়িত্ব দিয়েছে কমিশন৷ ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি সোমবার এ-কথা জানিয়েছেন৷ পাশাপাশি তিনি ভোট প্রক্রিয়ায় যুক্ত সমস্ত আধিকারিকদেরও সতর্ক করেছেন৷ বলেছেন, নির্বাচনী প্রক্রিয়ায় কোনও গড়মিল ধরা পড়লে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে৷


মঙ্গলবার সকাল সাতটা থেকে ত্রিপুরা পূর্ব আসনে ভোট শুরু হবে৷ ১,৬৪৫টি বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা৷ প্রায় দশ হাজার ভোটকর্মী নির্বাচনের কাজে যুক্ত রয়েছেন৷ মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, আজ বিকেল ৬-টা পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গিয়েছে, ১,৬৪০টি বুথের ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে রওয়ানা হয়ে গিয়েছেন৷ তাঁদের মধ্যে ১,৬৩০টি বুথে ভোটকর্মীরা পৌঁছে গিয়েছেন৷ বাকি ভোটকর্মীরাও আজ রাতের মধ্যেই নিজ নিজ বুথে পৌঁছে যাবেন৷ তিনি জানান, ধলাই জেলায় কয়েকটি বুথে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ভোটকর্মীদের বুথ পর্যন্ত যেতে হবে৷ তাতে, সবর্োচ্চ ২ ঘণ্টা সময় প্রয়োজন রয়েছে৷


এদিন মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, ত্রিপুরা পূর্ব আসনের ভোটে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন৷ প্রাক্তন সহকারী নির্বাচন কমিশনার বিনোদ জুৎসিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে৷ তিনি আজ আগরতলায় এসে পৌঁছেছেন৷ ত্রিপুরায় নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত আধিকরিকদের সাথে তিনি আজ বৈঠক করছেন৷ আগামীকাল ভোটের সমস্ত প্রক্রিয়া তাঁর নজরদারিতে সম্পন্ন হবে বলে জানান শ্রীরাম তরণিকান্তি৷


মুখ্য নির্বাচন আধিকারিকের দাবি, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে৷ ত্রিপুরা পূর্ব আসনের ভোটে একজন বিশেষ পুলিশ পর্যবেক্ষক-সহ আরও দুজন পুলিশ পর্যবেক্ষক নিরাপত্তা ব্যবস্থার পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন৷ পাশাপাশি নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষকও শুধু ত্রিপুরা পূর্ব আসনের ভোটের দায়িত্বে নিয়োগ করেছে৷ তাঁর কথায়, ত্রিপুরা পশ্চিম আসনের তুলনায় পূর্ব আসনে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং টিএসআর বাড়ানো হয়েছে৷ ফলে, ভোটে গণ্ডগোলের কোনও সম্ভাবনা নেই বলে তিনি মনে করেন৷ তাঁর মতে, ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কোনও ত্রুটি রাখা হয়নি৷ তা সত্ত্বেও ভোটে গণ্ডগোল হলে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে৷ তিনি সতর্ক করে দিয়ে বলেন, ভোটকর্মীরা নির্বাচন প্রক্রিয়ায় গড়মিলের সাথে যুক্ত প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবেই৷ এমনও হতে পারে, ওই ভোটকর্মীকে তাঁর চাকরি থেকে বরখাস্তও করা হবে৷ তাছাড়া, পোলিং এজেন্ট কিংবা কোনও রাজনৈতিক দলের সমর্থকরা ভোটে গণ্ডগোলের চেষ্টা করলে তাঁকে সারা জীবন আইনি গ্যাঁড়াকলে ভুগতে হবে৷


শ্রীরাম তরণিকান্তির কথায়, ভোট প্রক্রিয়ায় কোনও গণ্ডগোল হলে যতবার প্রয়োজন হবে ততবার পুনভর্োটের আয়োজন করা হবে৷ তাঁর মতে, সমস্ত রাজনৈতিক দলের পোলিং এজেন্টের বুথে পাঠানো উচিত৷ তিনি জানান, সমস্ত সেক্টর অফিসারদের তালিকা ফোন নম্বর-সহ আজকেই সমস্ত রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে৷ ওই তালিকা পোলিং এজেন্টদের মধ্যে বিতরণ করা হলে কেউ প্রয়োজনে সেক্টর অফিসারের সহায়তায় বুথে যেতে পারবেন৷ পোলিং এজেন্টদের নিরাপদে বুথে নেওয়া এবং ভোটপর্বের পর তাঁদের বাড়ি ফিরে নিয়ে যাওয়ার দায়িত্বও নিয়েছে কমিশন৷


তাঁর আহ্বান, ভোটের সাথে সকলে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করুন৷ ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সৎ এবং নির্ভয়ে অংশ নিন৷ কারণ, ত্রিপুরায় অবাধ, শান্তিপূর্ণ ভোটের ঐতিহ্য রয়েছে৷ ওই ঐতিহ্যকে কোনওভাবে কলঙ্কিত হতে দেবেন না, আর্জি জানান মুখ্য নির্বাচন আধিকারিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *