লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট পড়ল ৬৬ শতাংশ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১৮ এপ্রিল৷৷ লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬৬ শতাংশ৷ কেন্দ্র শাসিত অঞ্চল সহ ১১ টি রাজ্যে মোট ৯৫টি লোকসভা আসনে বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ অসম, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, পঃ বঙ্গ এবং পুদুচেরিতে এদিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ রাজ্য গুলির মধ্যে শতাংশের হিসেবে সবচেয়ে বেশি ভোট পড়েছে পঃ বঙ্গে৷ ওই রাজ্যে ৭৬.৪৩ শতাংশ ভোট পড়েছে৷ সবচেয়ে কম ভোট পড়েছে জম্মু ও কাশ্মীর ৪৩.৭১ শতাংশ এবং ওড়িশা ৫৭.৮১ শতাংশ৷

এদিন ভোটে পশ্চিম বঙ্গে সবচেয়ে বেশি গন্ডগোল হয়েছে৷ এছাড়া অসমে ইভিএম বিভ্রাটের জেরে বহু বুথে ভোট দেরিতে শুরু হয়েছে৷ এছাড়া অন্যান্য রাজ্যগুলিতে ভোট তুলনামূলক শান্তিপূর্ণ ছিল বলে নির্বাচন কমিশন দাবি করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *