শীর্ষ নেতৃত্বের দলত্যাগে হতাশ আইপিএফটি সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল ৷৷ ক্রমাগত দলত্যাগে ভীষণ অসহায় বোধ করছেন আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা৷ তিনি এতটাই হতাশ যে, দলত্যাগীদের নিয়ে প্রশ্ণের জবাব দেওয়ার বদলে তিনি মেজাজ হারান৷ তাতে, স্পষ্ট লোকসভা নির্বাচনী মুহুর্তে রাজ্যে আইপিএফটি ভীষণ সংকটে পড়েছে৷ মঙ্গলবার দলত্যাগীদের নিয়ে সাংবাদিকদের প্রশ্ণ শোনে মেজাজ হারিয়ে ফেলেন আইপিএফটির সভাপতি তথা মন্ত্রী এনসি দেববর্মা৷ এক এক করে তাঁর দলের নেতারা কেন তাঁকে ছেড়ে কংগ্রেসের দিকে ঝুঁকছেন? কেন দলের মহিলা শাখার সভানেত্রী, সহ-সভাপতি অনন্ত দেববর্মার পর তাঁর খুব কাছের লোক বলে পরিচিত দলের যুব-সংগঠনের সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়াও কেন দল ছেড়ে চলে গেলেন৷ এই প্রশ্ণ শোনে প্রচণ্ড উত্তেজিত হয়ে ওঠেন এবং প্রায় লাফ দিয়ে চেয়ার থেকে উঠে যান এনসি দেববর্মা৷ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়ে সেখান থেকে চলে যান৷ তাতে স্পষ্ট, দলের এই করুণ দশা এনসি দেববর্মাকে প্রচন্ড বিধবস্ত করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *