টিক টক অ্যাপ : মাদ্রাজ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, ১৫ এপ্রিল শুনানি সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): গান, সিনেমার সংলাপ, মজাদার অডিও দিয়ে শুরুটা হলেও, শেষটা মোটেই সুখকর হচ্ছে না| চিনা ভিডিও অ্যাপ্লিকেশন ‘টিক টিক’-এ ক্রমশই বাড়ছে পর্নোগ্রাফি ভিডিও আপলোডের নেশা, এমনটাই জানাচ্ছে সাইবার নিরাপত্তা বিভাগ| এই অ্যাপের সৌজন্যেই বাড়বাড়ন্ত পর্নোগ্রাফির| তাই আগে ভাগেই এই বাড়বাড়ন্তে রাশ টানতে অবিলম্বে এই অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করার জন্য নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট| কিন্তু, মাদ্রাজ হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন একজন আবেদনকারী| সোমবারই সেই আবেদন শুনতে সম্মত হয় সর্বোচ্চ আদালত| আর মঙ্গলবার শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘টিক টক’ অ্যাপ নিষিদ্ধ করার ক্ষেত্রে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আবেদনের শুনানি হবে আগামী ১৫ এপ্রিল|

সাইবার নিরাপত্তা বিভাগ সূত্রের খবর, ‘টিক টক’ অ্যাপে সাম্প্রতিককালে নানা অশ্লীল ভিডিও, পর্নোগ্রাফি এমনকি শিশু পর্নোগ্রাফিরও বাড়ছে| মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দাখিল করে অ্যাপটি দ্রুত বন্ধ করার আবেদন জানান মাদুরাইয়ের এক আইনজীবী এবং সমাজসেবী মুথু কুমার| সেই আবেদনের প্রেক্ষিতে অবিলম্বে এই অ্যাপটি নিষিদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট| আগামী ১৫ এপ্রিল সুপ্রিম কোর্ট কি রায় দেয়, সে দিকেই তাঁকিয়ে ‘টিক টক’ ভক্তরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *