গামাইবাড়িতে সিপিএম ক্যাডারের মারধরে আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ সিপিএমের ক্যাডারের দ্বারা নির্বাচন কমিশনের এক কর্মী গুরুতরভাবে আহত হযেছেন৷ পুলিশ ওই সিপিএম ক্যাডারকে বাঁচাতে মরিয়া ময়দানে৷ এমকি এক সময় ওই কর্মীকে ফাঁসানোর জন্য ডাক্তারকে চাপও সৃষ্টি করেন৷ যাতে করে পুলিশ ওই ক্যাডারকে বাঁচাতে পারে৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায়৷


ওইদিন তেলিয়ামুড়া মহকুমা শাসকের চতুর্থ শ্রেণী কর্মী তথা প্রসেনজিৎ দাস বাড়ি ফিরছিলেন৷ হঠাৎ করে সুদীপ সরকার তথা সিপিএমের ক্যাডার তার উপর লাঠি নিয়ে আক্রমণ করে৷ ফলে তার শরীরে বিভিন্ন অংশে আঘাত লাগে৷ তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে আহত অবস্থায় তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ তার পারই পুলিশের দৌঁড়ঝাপ৷ পুলিশ আহত ব্যক্তির খবর না নিয়ে কালিমালিপ্ত করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের৷ ওইদিন তেলিয়ামুড়া থানায় কর্তব্যরত পুলিশ অফিস হাসপাতালে ছুটে যান৷ তিনি সিপিএমের ওই ক্যাডার সুদীপ সরকারকে বাঁচানোর জন্য এক সরকারী কর্মচারীর ফাসানোর জন্যে তেলিয়ামুড়া হাসপাতালের ডাক্তারকে ফের ভুল তথ্য বানানোর জন্য চাপ দিচ্ছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *