বিএইচইউ ক্যাম্পাসে দুষ্কৃতীদের গুলিতে খুন ছাত্র : প্রধান প্রক্টর-সহ ৪ জনের বিরুদ্ধে এফআইআর

বারাণসী, ৩ এপ্রিল (হি.স.): বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)-এর ক্যাম্পাসে ছাত্র খুনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রক্টর-সহ ৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ| পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ৪ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে| এখানেই শেষ নয়, মঙ্গলবার সন্ধ্যার ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে|

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় চত্বরে বিড়লা হোস্টেলের সামনেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন এমসিএ-র ছাত্র গৌরব সিং| রক্তাক্ত ও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় গৌরবকে উদ্ধার করে নিকটবর্তী বিএইচইউ-র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়| আইসিইউ-তে চিকিত্সা চলাকালীন মঙ্গলবার গভীর রাতে গৌরবের মৃত্যু হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, গৌরবের পেটে গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়| বহু চেষ্টা সত্ত্বেও ওই ছাত্রকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি|
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্র গৌরব সিং বিশ্ববিদ্যালয় চত্বরেই লাল বাহাদুর শাস্ত্রী হোস্টেলে থাকত| মঙ্গলবার সন্ধ্যায় বিড়লা হোস্টেলের বাইরে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছিল সে| আচমকাই মোটরবাইকে করে এসে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গৌরবকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়| পেটে গুলি লাগায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে| তড়িঘড়ি গৌরবকে উদ্ধার করে বিএইচইউ-র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়| হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে গৌরবের মৃত্যু হয়েছে|
বুধবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার কারণেই এই ঘটনা| ইতিমধ্যেই এই ঘটনায় বিএইচইউ-র ৪ জন ছাত্রকে আটক করেছে পুলিশ| বারাণসী ক্যান্টনমেন্টের সার্কেল অফিসার অনিল কুমার সিং জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার কারণেই এই হামলা|’ এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রক্টর (কোনও কোনও বিশ্ববিদ্যালয়ে প্রধানত আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত আধিকারিক) রোয়ানা সিং-সহ ৪ জনের বিরুদ্ধে এফআইআই রুজু করা হয়েছে| জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৪ জনকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *