কংগ্রেসের ইস্তেহার সন্ত্রাসবাদীদের কাজে লাগবে, আফস্পা প্রসঙ্গে রাহুলকে ঠেস নির্মালার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.) : জম্মু ও কাশ্মীরে আফস্পা শিথিল করার প্রসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখল বিজেপি। এই ইস্তেহার সন্ত্রাসবাদীদের কাজে লাগবে। কিন্তু সেনাবাহিনীর মনোবলের সঙ্গে তা মিলবে না বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী তথা বিজেপি নেত্রী নির্মালা সীতারমণ।

বুধবার রাজধানী দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মালা সীতারমণ বলেন, কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে উপত্যকায় জেলাশাসকদের ক্ষমতা শিথিল করে দেওয়া হবে। এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে প্রশাসন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অসুবিধার সম্মুখীন হতে হবে। কংগ্রেসের এই প্রতিশ্রুতির ফলে স্বস্তি পাবে সন্ত্রাসবাদীরা। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আফস্পা প্রত্যাহারের নির্দিষ্ট নিয়ম রয়েছে। রাজ্য এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখেই আফস্পা প্রত্যাহার করতে হয়। এর প্রয়োগ অসম, ত্রিপুরা এবং অরুণাচলপ্রদেশে করা হয়েছে।

দেশবিরোধী শক্তির কাছে কংগ্রেস মাথা নুইয়েছে বলে দাবি করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আফস্পা নিয়ে চাঞ্চল্য তৈরি করার প্রচেষ্টা চলছে। অভ্যন্তরীণ এবং সীমান্তে নিরাপত্তা নীতির উপর এর প্রভাব পড়বে। নিরাপত্তা বাহিনীকে দুর্বল করার জন্য কংগ্রেস কাজ করে চলেছে।

মঙ্গলবার লোকসভা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। সেই ইস্তেহারে কংগ্রেসের তরফে দাবি করা হয় যে আফস্পা আইনের কয়েকটি ধারা শিথিল করা হবে। নিরাপত্তা বাহিনী এবং জনগণের অধিকারের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা হবে। আফস্পা আইনের কয়েকটি দিক শিথিল করার প্রসঙ্গে মঙ্গলবার রাহুল গান্ধীর নিন্দায় মুখর হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *