BRAKING NEWS

এবিভিপিতে ভাঙন, প্রথম সারির কিছু নেতা গেলেন এনএসইউআইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলগুলোর মধ্যে দলবদল এর পাশাপাশি ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংগঠন বদলের প্রয়াস অব্যাহত রয়েছে৷ বিজেপির অনুগামি ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে বেশ কয়েকজন নেতা রবিবার কংগ্রেস অনুগামী ছাত্র সংগঠন এন এস ইউ আইতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে৷ রাজ্য থেকে বিজেপি সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়ে তারা এন এস আই তে যোগদান করেছে বলে জানিয়েছে৷ রাজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এ ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে ৷ সংগঠনের প্রথম সারির বেশ কয়েকজন নেতা রবিবার আনুষ্ঠানিকভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছেড়ে কংগ্রেস অনুগামী ছাত্র সংগঠন এন এস ইউ  আইতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন৷

আগরতলা কংগ্রেস ভবনের তাদেরকে আনুষ্ঠানিকভাবে সংগঠনে বরণ করে নেওয়া হয়৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন এস আই এর রাজ্য সভাপতি রাকেশ দাস এবং কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক হরে কৃষ্ণ ভৌমিক এবং এস সি নেতা রতন দাস প্রমুখ৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এন এস ইউ আই রাজ্য   সভাপতি রাখেশ দাস জানান ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর সহসম্পাদক বিকাশ দত্ত, রাজেশ দাস, রঞ্জন শিল, চিরঞ্জিত দাস , রুমন দেবনাথ, বিপুল দেবনাথ, সুনামুরার আতিকুল ইসলাম প্রমূখ এন এস ইউ আইতে যোগদান করেছেন৷ ২০১৮সালে বিধানসভা নির্বাচনে যে ভাবাবেগে বিজেপিকে রাজ্যের শাসন ক্ষমতায় আনা হয়েছিল সেই ভাবাবেগে চরম আঘাত লেগেছে৷

কেননা যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি রাজ্যের শাসন ক্ষমতায় এসেছে সেই সব প্রতিশ্রুতি পালন করছে না বিজেপির পরিচালিত সরকার৷ সে কারণেই এ বি ভি পি’’র নেতারা সংগঠন ছেড়ে কংগ্রেসেনুগামী এনএসইউ আইতে   শামিল হয়ে নতুন বার্তা দিতে চাইছেন৷ রাজ্যে লোকসভার দুটি আসনেই কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য এন এস ইউ আই রাজ্য সভাপতি রাকেশ দাস রাজ্যবাসীর প্রতি এবং ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন৷ লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি অনুগামী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে ভাঙ্গন দেখা দেওয়ায় ছাত্র যুব সমাজ রীতিমতো বিস্মিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *