কৃষি ঋণ মকুব সহ একাধিক ইস্যুতে রাহুলের নিশানায় মোদী

শ্রীনগর, ২৬ মার্চ (হি.স.) : রাজস্থানের শ্রীগঙ্গানগরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। জনগণের নয়, অনিল আম্বানির চৌকিদার হচ্ছেন প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন তিনি।

সামনেই লোকসভা নির্বাচন, তার আগে জোর কদমে চলছে প্রচার। অভিযোগ ও পাল্টা অভিযোগের খেলায় মেতে উঠেছে সমস্ত রাজনৈতিক দল। এমন পরিস্থিতি শ্রীগঙ্গানগরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, কৃষক, বেকার যুবকদের বাড়িতে চৌকিদারকে দেখা যায় না। প্রধানমন্ত্রী জনগণের চৌকিদার নন, তিনি অনিল আম্বানির চৌকিদার। আসন্ন লোকসভা নির্বাচনে রাফাল চুক্তিই যে রাহুলের প্রধান নির্বাচনী হাতিয়ার তা ফের বুঝিয়ে দিয়ে কংগ্রেস সভাপতি বলেন, রাফাল চুক্তি থেকে অনিল আম্বানিকে ৩০,০০০ কোটি টাকা পাইয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কৃষক ঋণ মকুব নিয়েও সরব হন রাহুল গান্ধী। তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিগত পাঁচ বছরে কৃষকদের ঋণ মকুব করেনি। দেশের প্রত্যেক নাগরিকদের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বছরে দুই কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছাড়ার পাশাপাশি কৃষি ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু বিগত পাঁচ বছরে কোনও প্রতিশ্রুতিই তিনি পালন করেনি। কৃষকদের কোনও ঋণ মকুব না করে ১৫জন শিল্পপতির তিন লক্ষ কোটি টাকা মকুব করে দিয়েছেন তিনি।