সপ্তদশ লোকসভা নির্বাচন : ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): খুব বেশি দিন আর বাকি নেই| আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে দিল্লি দখলের লড়াই| সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ২৩ মে| ইতিমধ্যেই পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস| আর মঙ্গলবার রাতে ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস| ষষ্ঠ প্রার্থী তালিকায় মোট ন’জনের প্রার্থীর নাম রয়েছে, যথাক্রমে মহারাষ্ট্র থেকে ৭টি এবং কেরল থেকে দু’টি| মঙ্গলবার রাতে প্রকাশিত তালিকা অনুযায়ী, কেরলের আলাপ্পুজহা (আলেপ্পি) আসনের কংগ্রেস প্রার্থী হলেন এস উসমান এবং অত্তিঙ্গল লোকসভা আসনের প্রার্থী করা হয়েছে আদুর প্রকাশকে|

অন্যদিকে, মহারাষ্ট্র থেকে প্রার্থী করা হয়েছে-নানদুরবার থেকে কে সি পদভী, ধুলে থেকে কুণাল রোহিদাস পাটিল, ওয়ারধা থেকে চারুলতা খাজাসিং টোকাস, ইয়াভাতমাল-ওয়াসিম থেকে মানিকরাও জি ঠাকরে, মুম্বই-দক্ষিণ সেন্ট্রাল থেকে একনাথ গাইকওয়াড়, শিরডি থেকে বি কাম্বলে এবং রত্নাগিরি-সিন্ধুদুর্গ থেকে নবীনচন্দ্র বি| মঙ্গলবার রাতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পরই ষষ্ঠ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *