দুই আসনে প্রার্থী ঘোষণা করল আইএনপিটি পূর্বে বিজয় রাঙ্খল ও পশ্চিমে জগদিশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ ত্রিপুরায় এবার লোকসভা নির্বাচন বেশ জমে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে৷ জাতীয় রাজনৈতিক দলগুলো আঞ্চলিক দলগুলোর সঙ্গে আঁতাত করে নি৷ আঞ্চলিক দলগুলো নিজস্ব সত্তা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিচ্ছে৷ ইতিমধ্যেই আই এন পি টি রাজ্যের দুটি লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে৷ সোমবার আই এন পি টির রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়৷ পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে প্রার্থী হয়েছেন দলের সভাপতি বিজয় কুমার রাংখল৷ পশ্চিম ত্রিপুরা সাধারন আসনে প্রার্থী হয়েছেন আই এন পি টির সম্পাদক জগদিশ দেববর্মা৷ আগামী ১১ এপ্রিল পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনেএবং ১৮ এপ্রিল পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রার্থী মনোনয়ন এর কাজ৷ রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম ইতিমধ্যেই দুটি আসনেই তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে৷ সি পি আই এম এর পর প্রার্থীর নাম ঘোষণা করল আইএনপিটি দল৷ সোমবার আই এন পি টির রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সহ-সভাপতি অমিও কুমার দেববর্মা৷ তিনি জানান রবিবার আই এন পিটির নির্বাচন কমিটির বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় লোকসভার দুটি আসনেই দলীয় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ সে অনুযায়ী সোমবার সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়৷ লোকসভার দুটি আসনেই আই এনপিটি’’র প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়৷

সাংবাদিক সম্মেলনে আই এন পির সভাপতি বিজয় কুমার রায় বলেন দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে লোকসভা নির্বাচনে আঁতাত গঠনের জন্য তারা প্রস্তাব দিয়েছিলেন৷ কিন্তু কংগ্রেস দলের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের দুটি আসনে আঁতাত গঠনের বিষয়ে কোন সম্মতি জানানো হয়নি৷ শেষ পর্যন্ত আই এন পি টি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে৷ এদিকে কংগ্রেস এবং বিজেপি কোন দল এখনও পর্যন্ত তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেনি৷ বিজেপির শাসন আইপিএফটি পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত ইতিমধ্যেই ঘোষণা করেছে৷ এর ফলে শাসক জোটের ভোট বিভাজন এর আশঙ্কা প্রবল হয়ে উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *