নির্বাচন কমিশনে অবাধ ভোটের ব্যবস্থা চাইল বিজেপি ও সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ রাজ্যের বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন ভারতের নির্বাচন কমিশনের সচিব অরবিন্দ আনন্দ৷ সোমবার সকাল ১০টা থেকে স্টেট গেস্ট হাউসে ভোট প্রক্রিয়াকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পরামর্শ, মতামত এবং অভিযোগ শুনেন তিনি৷
রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা শেষে সচিব অরবিন্দ আনন্দ এবং ত্রিপুরার মুখ্য নির্বাচনি আধিকারীক শ্রীরাম তরণীকান্ত চলে যান ধলাইয়ের জেলা সদর আমবাসায়৷ জানা গেছে, সেখানে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনে নির্বাচনের জন্য জেলাশাসক এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তাঁরা৷

এছাড়া রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশে প্রধান-সহ অন্যান্য সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কমিশন সচিব অরবিন্দ আনন্দের৷
প্রসঙ্গত, ত্রিপুরার দুটি লোকসভা আসনের নির্বাচনি প্রস্ততি সরেজমিনে খতিয়ে দেখতে গতকাল রবিবার রাতে আগতলা এসেছেন ভারতের নির্বাচন কমিশনের সচিব অরবিন্দ আনন্দ৷ লোকসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে৷ নির্বাচন কমিশনের সচিব রাজ্যে অবস্থান করছেন৷ রাজ্যে অবস্থানকালে সোমবার সকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক করেন তিনি৷
রাজ্যে লোকসভার দুটি আসনের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য সফরে এসেছেন নির্বাচন কমিশনের সচিব অরিন্দম আনন্দ৷ সোমবার সকালে রাজ্য অতিথিশালায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে তিনি সর্বদলীয় বৈঠক করেন৷ বৈঠকে রাজনৈতিক দলগুলি মতামত জেনে নেন এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহ্বান জানান৷ রাজ্যের দুটি আসনে নির্বাচন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি রাজ্যের সব কটি রাজনৈতিক দলের সহযোগিতা করেছেন৷ রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বিভিন্ন বিষয় নির্বাচন কমিশনের সচিব এর সামনে তুলে ধরা হয়৷ রাজ্যের শাসক দল বিজেপির মুখপাত্র ডক্টর অশোক সিনহা রাজ্যের স্পর্শ কাতর এলাকা গুলো চিহ্ণিত করে সেইসব এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনের সচিব এর কাছে আবেদন জানান৷ বিশেষ করে সীমান্তবর্তী এলাকা গুলির নিরাপত্তা’’র ওপর জোর দেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন৷ স্পর্শ কাতর এলাকা চিহ্ণিত করার জন্য একটি তালিকা ও কমিশনের কাছে পাঠানো হবে বলে জানান বিজেপির মুখপাত্র ডক্টর অশোক সিনহা৷


রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম রাজ্যে শান্তিপূর্ণ ভোট পর্ব সম্পন্ন করার জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছে৷ বিরোধী দলগুলোকে বৈধ পার্টি অফিস খোলার ব্যবস্থা করতে দাবি জানানো হয়৷ বিভিন্ন স্থানে বৈধ পার্টি অফিস খুলতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ জানানো হয়েছে৷ সিপিএম বলেছে পার্টি অফিস গুলি হল রাজনৈতিক দলগুলোর জনসংযোগের অন্যতম স্থান৷ সে কারণেই পার্টি অফিস গুলো খোলার সুযোগ করে দিতে হবে৷ সভা-সমাবেশ ও প্রচারের জন্য সমানভাবে সবকটি দলকে সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে৷ পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ এবং ভোটাররা যাতে নির্ভয়এ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে দাবি জানানো হয়েছে৷ ভোটে কালো টাকার রমরমা বন্ধ করতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে৷
এদিকে নির্বাচন কমিশনের তিন জন পর্যবেক্ষকও রাজ্যে আসছেন৷ তাদের মধ্যে দুজন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এর পর্যবেক্ষক এবং একজন পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের পর্যবেক্ষক রাজ্যে আসছেন৷ তারা রাজ্যে অবস্থান করে ব্যয় সংক্রান্ত বিষয় সহ অন্যান্য বিষয়ে নজরদারি করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *