ব্যবসায়ীকে অপহরণ ও খুনের চেষ্টা, গ্রেফতার সাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ বিদ্যা ব্যবসার অন্তরালে মাফিয়াগিরির এক জলজ্যান্ত উদাহরণ পাওয়া গেছে রবিবার দুপুরে৷ ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একদল দুষৃকতী পঙ্কজ চক্রবর্তী নামের এক যুবককে অপহরণ ও হত্যার চেষ্টা করে৷ কিন্তু ভাগ্যক্রমে রক্ষা পায় ওই যুবক৷ ঘটনাটি ঘটেছে এডি নগর ১১ নম্বর বেলতলি এলাকায়৷ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার দুপুরের দিকে এডি নগর ১১ নম্বর বেলতলি এলাকা থেকে পঙ্কজ চক্রবর্তী নামের যুবককে বন্দুক দেখিয়ে একদল দুষতী প্রথমে অপহরণ এবং তার পর খুন করার চেষ্টা করে৷

কিন্তু যুবকের উপস্থিত বুদ্ধিতে সে প্রাণে বেঁচে যায়৷ ঘটনার সময় সে চিৎকার-চেঁচামেচি করতে থাকলে আশপাশের লোকজন ছুটে আসেন৷ বেগতিক দেখে অপহরণকারীরা পালিয়ে যায়৷ঘটনার সম্পর্কে পুলিশে অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগের ভিত্তিতে এক মামলা রুজু করে তড়িঘড়ি দুষৃকতীদের ধরতে তল্লাশি শুরু করে পুলিশ৷ জানা গেছে, পুলিশ ঘটনার সাথে যুক্ত সাত দুষৃকতীকে গ্রেফতার করেছে৷ ধৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে দা, হকি স্টিক, রড উদ্ধার করা হয়েছে৷ তাছাড়া দুষৃকতীদের ব্যবহৃত মারুতি গাড়িও পুলিশ উদ্ধার করেছে৷ এদিকে পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, ব্যবসায়িক লেনদেন নিয়ে এই ঘটনা৷