চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে দুর্বলতার দিকগুলো চিহ্নিত করা হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ রাজ্য সরকার যায় রাজ্যের জনগণকে আরো উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করতে। এজন্য গড়ে তোলা হচ্ছে প্রয়োজনীয় পরিকাঠামো। নিয়োগের চেষ্টা করা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক,  সার্জন ও টেকনিশিয়ানদেরকে। চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে কি কি দুর্বলতা রয়েছে সেগুলো খতিয়ে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন রাজ্যের প্রধান জিবি মেডিকেল কলেজ হাসপাতাল  পরিদর্শন করে এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। 


রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সুদীপ রায় বর্মন দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিগত সরকারের আমলের স্বাস্থ্যপরিসেবার খোলনলচে পাল্টে দিয়ে স্বাস্থ্যপরিসেবাকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছেন তিনি। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জিবি হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে যান এবং চিকিৎসক-নার্স টেকনিশিয়ান এবং রোগী ও রোগীদের আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলেন। জিবি হাসপাতাল এর চিকিৎসা পরিষেবার  ক্ষেত্রে কি কি অসুবিধা রয়েছে সেগুলো খতিয়ে দেখেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার চাইছে ভালো উন্নত পরিষেবা প্রদান করতে। চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে দুর্বলতার দিকগুলো চিহ্নিত করা হচ্ছে।

পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেয়া হয়েছে । তিনি বলেন রোগীরা প্রথমে হাসপাতালে আসলে কোথায় যাবেন,  কিভাবে পরিষেবা নেবেন এ নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন প্রয়োজনীয় ওষুধপত্র মজুদ থাকা সত্ত্বেও কম্পিউটারে সেগুলো মজুদ নেই। এর ফলে রোগীদের জন্য ঔষধ প্রদান করতে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। ওষুধ এর মজুদ যাতে এক লহমায় কম্পিউটারে দেখে নেওয়া যায় সেজন্য সংরক্ষণের ব্যবস্থা করা হবে।