ডান্ডি অভিযানের বার্ষিকী : সবরমতী আশ্রমে সোনিয়া-রাহুল-মনমোহন

আহমেদাবাদ, ১২ মার্চ (হি.স.): লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে| ভোটের দামামা বাজতেই জনগণের আরও কাছে পৌঁছতে তত্পর প্রতিটি রাজনৈতিক দল| কোমর বেঁধে নেমে পড়ল কংগ্রেসও| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট থেকেইনির্বাচনী প্রচার শুরু করতে চলেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি| ‘ডান্ডি অভিযান’-এর বার্ষিকী উপলক্ষ্যে ইতিমধ্যেই আহমেদাবাদের সবরমতী আশ্রমে পৌঁছে গিয়েছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা| সবরমতী আশ্রমে বিশেষ প্রার্থনার পর, সর্দার প্যাটেল স্মারক-এ শুরু হবে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক|


এই প্রথম কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে ভাষণ রাখতে চলেছেন প্রিয়াঙ্কা| আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের রণকৌশল নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এদিন| সূত্রের খবর, এদিনই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিতে চলেছেন পাতিদার নেতা হার্দিক প্যাটেল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *