নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ৷৷:দেশের অন্যতম ঔষধ প্রস্তুতকারী সংস্থা গ্রানমার্ক আগরতলা কর্মরত পাঁচজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে গত দু’বছর আগে ছাঁটাই করেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তাদেরকে পুনরায় নিযুক্তির দাবি জানিয়েছিল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন সি আর ইউ। কিন্তু কর্তৃপক্ষ সদর্থক ভূমিকা গ্রহণ না করায় তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত তাদের পক্ষেই রায় দিয়েছে। আদালতের রায় গ্রাহ্য করছে না ওষুধ প্রস্তুতকারী সংস্থা।

ছাঁটাইকৃত পাঁচজনকে পুনরায় নিযুক্তি না দিয়ে অপর পাঁচজনকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিযুক্ত করা হয়। এরই প্রতিবাদে সি আর ইউ সোমবার আগরতলায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংঘটিত করে। মিছিল শেষে শ্রম কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। অবিলম্বে ঔষধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের অবিলম্বে নিযুক্তির দাবি জানানো হয়। অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।