পঞ্চায়েতের কর্মচারীদের আরো দায়িত্বশীল হয়ে কাজ করার পরামর্শ দিলেন উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ পঞ্চায়েতের কর্মচারীদের আরো দায়িত্বশীল হয়ে কাজ করার পরামর্শ দিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। রবিবার পঞ্চায়েত ডিপার্টমেন্টাল এমপ্লয়িজ স্টেট কমিটি আয়োজিত প্রথম দ্বিবার্ষিক সম্মেলন এর আনুষ্ঠানিক উদ্বোধন করে এই আহ্বান জানান উপমুখ্যমন্ত্রী। উপ মুখ্যমন্ত্রী বলেন সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এসব কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব হলো কর্মচারীদের। পঞ্চায়েতের কর্মচারীদের দায়িত্ব আরো অনেক বেশি বলেও তিনি উল্লেখ করেন। গ্রাম স্বরাজ অভিযানের প্রসঙ্গ টেনে এনে উপমুখ্যমন্ত্রী বলেন এর উদ্দেশ্য হল মানুষ যাতে সরকারের কাছে যেতে না হয়, সরকার ও প্রশাসন মানুষের কাছে যাবে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। পঞ্চায়েতের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে উপ মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েতের কাজ শুধু পঞ্চায়েত অফিসে বসেই করা  সম্ভব নয় ,  মানুষের কাছে গিয়ে কাজ করতে হবে।

এজন্যই পঞ্চায়েতের কর্মচারীদের আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন উপমুখ্যমন্ত্রী। বি এম এস এর প্রসঙ্গ টেনে এনে উপমুখ্যমন্ত্রী বলেন,  বি এম এস এর মূল দর্শন হলো  নিজের অধিকার আদায়ের পাশাপাশি অন্যের অধিকারকে সুরক্ষিত করা। বি এম এসকে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বলেও আখ্যায়িত করেন তিনি। কেননা বিএমএস কখনোই শুধুমাত্র নিজের অধিকার নিয়ে কাজ করে না, অন্যের অধিকার রক্ষার জন্য কাজ করে। টাউন হলে আয়োজিত পঞ্চায়েত কর্মচারীদের প্রথম দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলনে উপস্থিত সদস্যদের উপস্থিতি দেখে সন্তোষ ব্যক্ত করেন উপমুখ্যমন্ত্রী। উপস্থিত প্রত্যেক সদস্যের ললাটে গেরুয়া তিলক রক্ষা করে তিনি বলেন শুধু ললাটে গেরুয়া  তিলক লাগালেই চলবে না, মনের ভিতরএ গেরুয়া তিলক লাগাতে হবে। মনের ভিতর  গেরুয়া তিলক লাগানো সম্ভব হলেই মানুষের কল্যাণে কাজ করা সম্ভব হবে বলে উল্লেখ করেন উপমুখ্যমন্ত্রী। বি এম এস এর প্রতিটি সদস্যকে মূল আদর্শ থেকে আদর্শচ্যুত না হতে আহ্বান জানিয়েছেন তিনি।  বি এম এস এর রাজ্য সভাপতি শংকর দেব বলেন সম্মেলনের মধ্য দিয়ে পরবর্তী তিন বছরের জন্য রাজ্য কমিটি গঠন করা হবে। বি এম এস আলোচনার মাধ্যমে যে কোন সমস্যার সমাধান ও দাবি আদায়ে বিশ্বাসী বলেও তিনি উল্লেখ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *