চেন্নাই, ১১ মার্চ (হি.স.) : লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ায় আদর্শ আচরণবিধি মেনে চেন্নাই থেকে বিশেষ বিমান ছেড়ে বাণিজ্যিক বিমানে দিল্লি ফিরলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন নির্মলা সীতারামন। সেখানে সরকারি গাড়ি, এসকর্ট গাড়িও নেননি তিনি। এক বিজেপি নেতার গাড়িতে বিমানবন্দর পৌঁছান প্রতিরক্ষামন্ত্রী। জানা গিয়েছে, একটি বিশেষ বিমানে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রীর। কিন্তু রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেয় নির্বাচন কমিশনার।

ফলে লাগু হয়ে যায় আদর্শ আচরণবিধি। রবিবার রাতেই অন্য একটি বিমানে দিল্লি রওনা হন প্রতিরক্ষামন্ত্রী। বিমানবন্দর সূত্রের খবর, বিমানবন্দরে তাঁকে ছাড়তে আসতেও আধিকারিকদের নিষেধ করেন প্রতিরক্ষমন্ত্রী। যতদিন না নির্বাচন শেষ হচ্ছে ততদিন এমনটাই করতে হবে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা–নেত্রীকে। যার জন্যই প্রতিরক্ষামন্ত্রীকে বিকল্প ব্যবস্থা করতে হয়েছে। তা না হলে তাঁকে নির্বাচন কমিশনের কোপে পড়তে হবে।