আগরতলায় আইটি হাব স্থাপনের পরিকল্পনা রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ ত্রিপুরাকে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থানে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে৷ পরিকল্পনা অনুুযায়ী কাজ হলে বিশ্বমানের সাইবার হাব আগরতলায় স্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে৷ তথ্য ও প্রযুক্তি মন্ত্রী সুদীপ রায় বর্মণ এ বিষয়ে তাঁর দীর্ঘ পরিকল্পনার বর্ণনা দিয়ে জানিয়েছেন, তথ্য প্রযুক্তি শিল্পকে এই রাজ্যে বৃহৎ কলেবরে গড়ে তুলতে চাইছি৷ খুব শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

মহাকরণে তথ্য প্রযুক্তি মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, কর্মসংস্থান এবং রাজ্যের আয় বৃদ্ধির ক্ষেত্রে তথ্য প্রযুক্তির গুরুত্ব অপরিসীম৷ কিন্তু, এ রাজ্যে তথ্য প্রযুক্তিকে পেছনের সাড়িতে ফেলে রাখা হয়েছে৷ বর্তমানে কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করার বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ ফলে, সম্ভাবনাময় দিক গুলির সুযোগ হাতছাড়া করা উচিত হবে না বলে মনে করছে রাজ্য সরকার৷

এক্ষেত্রে তথ্য প্রযুক্তির সহায়তায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যেতে পারে৷ রাজ্য সরকারও ওই পরিকল্পনাতেই এগিয়ে চলেছে বলে দাবি সুদীপ রায় বর্মণের৷ তাঁর কথায়, খুব শীঘ্রই আগরতলায় বিশ্বমানের সাইবার হাব স্থাপন করা হবে৷ এর জন্য বনমালিপুর বিধানসভা কেন্দ্রের পুরাতন সেন্ট্রাল জেল চত্বরে ১৮ একর জমি চিহ্ণিত করা হয়েছে৷ তবে, ওই ১৮ একের মধ্যে ৫ একর জমি বিনিয়োগকারীদের লিজে দেওয়া হবে৷ তথ্য প্রযুক্তি মন্ত্রী সাফ জানিয়েছেন, পিপিপি মডেলে ওই আইটি হাব স্থাপন করা হবে৷ তিনি আশা প্রকাশ করে বলে, তথ্য প্রযুক্তি আগামী দিনে রাজ্যের চেহারা পাল্টে দেবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *