বিশ্রামগঞ্জ-জম্পুইজলা সড়কে যান দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার দাবী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ রাজ্যে প্রতিনিয়ত যান দুর্ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে৷ একাংশ জনতা এর জন্য দায়ী করেছে রাজ্যের ট্রাফিক পুলিশকে৷ অভিযোগ উঠেছে, ত্রিপুরায় এমন কিছু জায়গা আছে যেখানে যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনও ট্রাফিক পয়েন্ট নেই৷ নেই কোনও ট্রাফিক পুলিশ৷ যার দরুন ওই সমস্ত জায়গায় প্রতিনিয়ত যান দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ৷


এ রকম উদাহরণ রয়েছে বিশ্রামগঞ্জ-জম্পুইজলা সড়কে৷ এখানে কোনও ট্রাফিক ব্যবস্থা নেই৷ যার দরুন প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটে চলেছে৷ তবে এলাকার সাধারণ মানুষ অন্য কথা বলছেন৷ তাদের মতে, দ্রুতবেগে যান চলাচল করার দরুনই যান দুর্ঘটনা হচ্ছে৷ তবে এই সব এলাকার সাধারণ মানুষ বিশ্রামগঞ্জ-জম্পুইজলা সড়কে দ্রুত ট্রাফিক ব্যবস্থা করার জন্য দাবি করেছেন৷ তাঁরা বলেছেন, এ ব্যাপারে মোটেই আন্তরিক নয় ট্রাফিক দফতর৷ সাধারণ মানুষ বলেছেন, পুলিশ সুপারকে এই রুটে দুর্ঘটনা রোধে কার্যকরী ভূমিকা পালন করতে হবে৷ নতুবা আরও নিরীহ নাগরিকের অকালে মৃত্যু হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *