রাতভর অভিযান শেষে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী, কুপওয়ারায় এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ১ মার্চ (হি.স): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়াড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় তল্লাশি অভিযান, দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানোর পর গভীর রাত একটা নাগাদ নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। রাতভর গুলির লড়াই চলতে থাকে। অবশেষে শুক্রবার সকালে দু’জন সন্ত্রাসবাদীর দেহ উদ্ধার হয়েছে।


জম্মু ও কাশ্মীর পুলিশের উর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়াড়া অঞ্চলের বাবাগুন্দ গ্রামে লুকিয়ে রয়েছে ২-৩ জন সন্ত্রাসবাদী। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ন’টা থেকে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনীর ২২ রাষ্ট্রীয় রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-এর ৯২ ব্যাটেলিয়ন এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)।

দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানোর পর গভীর রাত একটা নাগাদ নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে শুরু হয় এলোপাথাড়ি গুলির লড়াই। রাতভর গুলির লড়াই চলতে থাকে। শুক্রবার সকালে গুলির লড়াই থামতেই এনকাউন্টারস্থল দু’জন সন্ত্রাসবাদীর দেহ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে দু’জন সন্ত্রাসবাদীরা। তাদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। এনকাউন্টারের পরও কোনও সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে কি না, তা নিশ্চিত করতে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *