আইসিআইসিআই-ভিডিওকন মামলা : চন্দা কোছার-সহ বাকি অভিযুক্তদের বাড়িতে ইডি-র অভিযান

মুম্বই, ১ মার্চ (হি.স.): অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এফআইআর দায়ের করার পর, গত ২২ ফেব্রুয়ারি আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ও ম্যানেজিং ডিরেক্টর চন্দা কোছারের নামে লুক আউট নোটিশ জারি করেছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| আইসিআইসিআই-ভিডিওকন মামলায় এবার আরও অস্বস্তিতে পড়লেন চন্দা কোছার| ভিডিওকনকে নিয়ম না মেনে ঋণ দেওয়ার মামলায় চন্দা কোছার এবং বেণুগোপাপ ধুত-সহ বাকি অভিযুক্ত ও সন্দেহভাজনদের বাসভবনে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| ইডি সূত্রের খবর, শুক্রবার সকাল থেকে মোট ৭টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে|


চন্দার বিরুদ্ধে অভিযোগ ছিল, নিজের পদের অপব্যবহার করে ২০০৯ সালের জুন থেকে ২০১১ সালের অক্টোবর মাসের মধ্যে বেণুগোপাল ধুতের ভিডিওকন গোষ্ঠীকে অনৈতিকভাবে ৩,২৫০ কোটি টাকা ঋণ এবং তার মাধ্যমে স্বামী দীপক কোছারকে ৬৪ কোটি টাকা পাইয়ে দিয়েছিলেন তিনি| চন্দার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তিনি যে ব্যাঙ্কের পরিচালন বিধি (কোড অফ কন্ডাক্ট) এবং অন্তর্বর্তী নীতি ভঙ্গ করেছিলেন, গত মাসের বৈঠকে তা স্পষ্ট জানিয়ে দিয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ|

কিছুদিন আগেই আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ও ম্যানেজিং ডিরেক্টর চন্দা কোছারের নামে লুক আউট নোটিশ জারি করেছিল সিবিআই| তিনি যাতে দেশ ছাড়তে না পারেন তাই বিমানবন্দর-সহ দেশ ছাড়ার সম্ভাব্য সমস্ত জায়গায় ওই নোটিশ পাঠিয়েও দেওয়া হয়েছে| চন্দার সঙ্গেই ভিডিওকন গোষ্ঠীর প্রধান বেণুগোপাল ধুত এবং চন্দার স্বামীর নামেও একই ধরনের লুকআউট নোটিশ কার্যকর আছে| এই পরিস্থিতিতে চন্দা কোছার এবং বেণুগোপাল ধুত-সহ এই মামলার সমস্ত অভিযুক্ত ও সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *