নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ রাজ্য সরকার ২০১৯-২০ আর্থিক বছরে প্রস্তাবিত বাজেটে এডিসির জন্য আর্থিক বরাদ্দ হতাশাজনক বলে মন্তব্য করেন মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা৷ আজ তিনি জানান ২০১৯-২০ আর্থিক বছরের বাজেট বরাদ্দ মোট ৪৬৯ কোটি ২৫ লক্ষ ৫৫ হাজার টাকা রাখা হয়েছে৷ চলতি বছরের ২০১৮-১৯ আর্থিক বছরের বাজেট ছিল ৪৬১ কোটি ৫৭ লক্ষ ৫৫ হাজার টাকা৷ গত বছরের থেকে আগামী আর্থিক বছরের জন্য মাত্র ৭ কোটি ৬৮ লক্ষ টাকা বাড়িয়েছে রাজ্য সরকার৷ যেখানে রাজ্য সরকারের আর্থিক বাজেট বৃদ্ধি করা হয়৷ কিন্তু এডিসির জন্য ২ শতাংস বৃদ্ধি করা হয়নি৷
তিনি আরও জানান ট্রান্সফার ফান্ডে বিভিন্ন দপ্তরের উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ করা হয়৷ চলতি অর্থ বছরের বরাদ্দ ছিল ২৩ কোটি ৩০ লক্ষ টাকা৷ সেক্ষেত্রে এবছর মাত্র ১৮ কোটি ৪৪ লক্ষ টাকা বরাদ্দ করেছে৷ যা চলতি বছর থেকে ৭ কোটি ৬৬ লক্ষ টাকা কম বরাদ্দ করা হয়েছে৷ এডিসি এলাকার সার্বিক উন্নয়নে অর্থ বৃদ্ধি করা অতি আব্যশক বলে তিনি মনে করেন৷ তিনি জানান প্ল্যান এবং শেয়ার অব্ ট্যাক্স মিলে ২৭৮ কোটি টাকা আগামী অর্থ বছরের জন্য অর্থ বরাদ্দ করেছে৷ কিন্তু আগামী অর্থ বছরে কর্মচারীদের ভাতা দিতে ৩০০ কোটি টাকা প্রয়োজন৷ তিনি আরও জানান চলতি বছর শেষ হতে এক মাস বাকী৷ ২০১৮-১৯ অর্থ বছরের বরাদ্দ অর্থ আজ ও পাওয়া যায়নি৷ রাজ্য সরকারের কাছে মোট ১০৫ কোটি ১৪ লক্ষ ৫৮ হাজার টাকা এখনও বকেয়া পাওয়া যায়নি৷ রাজ্য সরকারের কাছে মোট ১০৫ কোডিট ১৪ লক্ষ ৫৮ হাজার টাকা এখন ও বকেয়া পাওয়া রয়েছে৷ এর মধ্যে প্ল্যান ফান্ড ৩৪ কোটি টাকা, শেয়ার অব্ ট্যাক্স ১৭ কোটি ৪৬ লক্ষ টাকা, ট্র্যান্সফার ফান্ড ৮ কোটি ১২ লক্ষ ৬২ হাজার টাকা, আর কে ভিওয়াই ৩৬৫ কোটি ২১ লক্ষ টাকা, এসসি এটু টি এসপি ১৬ কোটি ৩২ লক্ষ টাকা, সিপিএসসি ২৫ কোটি ৩৮ লক্ষ টাকা রয়েছে৷ দ্রুত বকেয়া টাকা মিটিয়ে দিতে তিনি দাবী করেন৷
এছাড়া তিনি জানান এডিসি এলাকা উন্নয়ন ছাড়া রাজ্যের উন্নয়ন কিছুতেই সম্ভব নয়৷ অধিকাংশই জুমিয়া পরিবার এদের উন্নয়নে আরও অধিক অর্থ বরাদ্দ করার প্রয়োজন৷ অধিক অর্থ বরাদ্দ করা তো দুরস্ত৷ তিনিত বলেন, অনেক ঢাকঢোল পিটিয়ে প্রচার করেছিল কেন্দ্র ও রাজ্য সরকার এডিসির হাতে প্রশাসনিক ও অর্থনীতি ক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়ার কথা বলা হয়৷ সেই মতে কেন্দ্রীয় মন্ত্রী সভার অনুমোদন গ্রঙণ করা হয়েছিল৷ যদিও যে ক্ষমতার কথা বলা হয়েছে রাজ্যের মানুষের আশা আকাঙ্খা পূরণ হবে না৷