ওয়াশিংটন ও নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এর আগে একাধিক মন্তব্য করেছে মার্কিন প্রশাসন| সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘পুলওয়ামা জঙ্গি হামলা ভয়ানক’| ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মাঝে ইসলামাবাদকে একাধিকবার কড়া বার্তা দিয়েছে আমেরিকা| এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, ‘ভারত-পাক উত্তেজনার মধ্যে ভালো খবর আসতে চলেছে| দীর্ঘ দশক ধরে চলা ভারত-পাক দ্বন্দ্বের অবসান হতে চলেছে|’ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে বৈঠক করার পর মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘দীর্ঘ দশক ধরে চলা ভারত-পাকিস্তান দ্বৈরথের অবশেষে অবসান হতে চলেছে| দুই তরফ (ভারত-পাকিস্তান) থেকেই ভালো খবর আসতে চলেছে| বিষয়টি নিয়ে উভয়পক্ষ কাজ করেছে চলেছে| আমরাও গোটা প্রক্রিয়ার মধ্যে রয়েছি| দীর্ঘ সময় ধরে চলা দুই দেশের দ্বৈরথ আশা করছি এবার অবসান বা সমাপ্ত হবে|’
এদিকে, সন্ত্রাস দমন নিয়ে ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে ফের কড়া বার্তা দিল আমেরিকা| বুধবার গভীর রাতে মার্কিন স্টেট সচিব মাইক পম্পেও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ফোনালাপ করেন| আমেরিকাও পাকিস্তানের মাটিতে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের বিরুদ্ধে ভারতের অভিযানকে সমর্থন জানিয়েছে| পাশাপাশি আমেরিকা বিবৃতি দিয়ে জানিয়েছে, রাষ্ট্রসঙ্ঘে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পাকিস্তানকে অবিলম্বে সন্ত্রাসবাদকে সমস্তরকম অর্থ ও অন্যান্য সুবিধা দেওয়া বন্ধ করেত হবে|