নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): গত ২২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ-সহ ১০টি রাজ্যকে কাশ্মীরিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট| প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ কেন্দ্রীয় সরকার এবং ১০টি রাজ্যকে কাশ্মীরিদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নোটিস জারি করেছিল| সেই রিপোর্টের প্রেক্ষিতে বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, গত ২২ ফেব্রুয়ারির পর থেকে কাশ্মীরিদের উপর নতুন করে হামলা হয়নি| এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানিয়েছেন, গত ২২ ফেব্রুয়ারির পর থেকে নতুন করে কাশ্মীরিদের উপর হামলার ঘটনা ঘটেনি| পাশাপাশি কাশ্মীরি পড়ুয়াদের উপর হামলার প্রেক্ষিতে আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় সরকার এবং ১০টি রাজ্যকে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ|

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলার পরই থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশবাসী| দেশবাসী এতটাই ক্ষুব্ধ যে, ভারতের কোনও কোনও রাজ্যে গত ১৪ ফেব্রুয়ারির পর থেকে আক্রান্ত হয়েছেন কাশ্মীরিরা, আক্রান্ত হয়েছেন কাশ্মীরি ছাত্ররাও| কোথাও হামলা, কোথাও আবার কটূক্তির শিকার হতে হয়েছিল কাশ্মীরিদের| ওই ধরনের পরিস্থিতি অবিলম্বে বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকার ও ১০টি রাজ্যকে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট| কেন্দ্রীয় সরকার ছাড়াও, যে ১০টি রাজ্যকে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছিল, সেগুলি হল-জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, মেঘালয়, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, পঞ্জাব ও মহারাষ্ট্র| কাশ্মীরিদের উপর হামলা বন্ধ করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তারিক আদিব| সেই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ও ১০টি রাজ্যকে নোটিশ পাঠিয়েছিল শীর্ষ আদালত| ৱুধবার কেন্দ্রের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, গত ২২ ফেব্রুয়ারির পর থেকে কাশ্মীরিদের উপর নতুন করে হামলা হয়নি|