কদমতলায় আত্মঘাতী কলেজছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছে এক কলেজছাত্রী৷ ঘটনা উত্তর ত্রিপুরার কদমতলা থানার অধীন টুলগাঁও এলাকার পশ্চিম ইচাই লালছড়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে ঘটেছে৷ আত্মঘাতী ছাত্রী জনৈক অরুণচন্দ্র নাথের মেয়ে রিম্পি নাথ৷ ধর্মনগর ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শেষ সেমিস্টারের ছাত্রী ছিল সে৷ তার ছোট আরও দুই বোন রয়েছে৷ এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

ঘটনার বিবরণে প্রকাশ, আজ সোমবার দুপুর প্রায় ১২টা নাগাদ নিজেদের বাড়ির গোয়ালঘরে ওড়না গলায় দিয়ে আত্মহত্যা করেছে যুবতী৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এটা আত্মহত্যা৷ রিম্পির মৃতদেহ উদ্ধার করে পুলিশ জেলার সরকারি হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য৷ এই খবর লেখা পর্যন্ত মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয়নি পুলিশ৷
এদিকে, রিম্পির মৃত্যু-রহস্য জানতে তার পরিবারবর্গ এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ রিম্পির পারিবারিক সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে সে নানা ব্যাধিতে আক্রান্ত৷ এজন্য শারীরিক ও মানসিক অবসাদে ভুগছিল সে৷ বহিঃরাজ্যেও বহুবার চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে৷ অসুস্থতার মোটেও উপশম হয়নি৷ বহু টাকা খরচ হয়েছে৷ তা ভেবেই হয়ত তাঁর আত্মহত্যার সঙ্গে শারীরিক অসুস্থার কারণ থাকতে পারে বলে অনেকে ধারণা করছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *