নয়াদিল্লি ও কলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ফের কবে স্বস্তি পাওয়া যাবে আপাতত সেই অপেক্ষায় দেশবাসী। আবারও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। মঙ্গলবার রাজধানী দিল্লি-সহ ভারতের সমস্ত মেট্রো সিটিতে দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। ফলে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাজারে ০.০৯ পয়সা বাড়ার পর লিটার পিছু পেট্রোলের দাম হল ৭৩.৭৬ টাকা। আর ডিজেল লিটারে ০.১২ পয়সা বাড়ার পর হল ৬৮.৭১ টাকা। লাগাতার কয়েকদিন ধরে পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় সাধারণ মানুষ কিছুটা হলেও অস্বস্তিতে পড়ল।
কলকাতার পাশাপাশি ০.০৯ পয়সা দাম বাড়ার মঙ্গলবার দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭১.৬৬ টাকা, মুম্বইয়ে ০.০৯ পয়সা বাড়ার পেট্রোলের দাম হল ৭৭.২৯। আবার লিটার প্রতি ডিজেলের দাম দিল্লিতে হয়েছে ৬৬.৯২ টাকা এবং মুম্বইয়ে ৭০.১০ টাকা। কলকাতা, দিল্লি এবং মুম্বইয়ের পাশাপাশি মঙ্গলবার গোটা দেশজুড়ে দাম বেড়েছে জ্বালানি তেলের।