নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল দিল্লির আইটিও ফ্লাইওভারের কাছে। যাত্রীবোঝাই বাস এবং ট্রাকের জোরালো সংঘর্ষে প্রাণ হারালেন দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালক। এছাড়াও আরও ১৪ জন কমবেশি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিল্লি ট্র্যাফিক পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে আনন্দ বিহার থেকে উত্তম নগর অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি বাস। ভোররাত তখন তিনটে হবে, দিল্লির আইটিও ফ্লাইওভারের কাছে যাত্রীবোঝাই বাস এবং ট্রাকের জোরালো সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই জোরালো ছিল যে ট্রাকের চালক গুরুতর জখম হন।এছাড়াও আরও ১৪ জন কমবেশি আহত হয়েছেন। ট্রাকের চালক-সহ ১৫ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন ট্রাকের চালক। কি কারণে দুর্ঘটনা, তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, আহত ১৪ জনের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।