কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): পুলওয়ামা হামলার সময় কোথায় ছিলেন নরেন্দ্র মোদী ৷ সোমবার এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেনা কনভয়ে হামলার ঘটনার পর থেকেই কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷সোমবার লোকসভা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পুলওয়ামা হামলায় কেন্দ্রের ভূমিকার সমালোচনা করে মমতা বলেন, ‘সরকারের কাছে আগেই রিপোর্ট ছিল ৷

কেন জওয়ানদের এয়ারলিফ্ট করা হল না ৷ কেন তাঁদের মৃত্যুমুখে ঠেলে দেওয়া হল ? মোদীবাবুদের কাছে উত্তর নেই ৷ জওয়ানদের রক্তে ভোট রাজনীতি হয় না ৷ দাঙ্গা লাগিয়ে শান্তি পুরস্কার পেলেন’৷ পুলওয়ামা হামলার পরেও একই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী ৷ পুলওয়ামা হামলার নেপথ্যে রয়েছে অভ্যন্তরীণ ব্যর্থতা, প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন মমতা ৷ তিনি বলেছিলেন, পুলওয়ামার ঘটনা অত্যন্ত দুঃখজনক কিন্তু এই ঘটনা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে ৷ গোয়েন্দাদের ব্যর্থতার জেরেই এই ঘটনা ঘটেছে । কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে ও সেই ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কি করছেন, প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ।