ত্রিপুরা : বাজেটে রেগা প্রকল্পে ছয় কোটি শ্রমদিবস সৃষ্টির প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি :বাজেটে এমজিএনরেগা প্রকল্পে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। ২০১৯-২০ অর্থবছরে রেগায় ছয় কোটি শ্রমদিবস সৃষ্টির প্রস্তাব করেছেন তিনি। এ প্রসঙ্গে প্রদত্ত বাজেট ভাষণে অর্থ তথা উপ-মুখ্যমন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থবছরে ২ কোটি শ্রমদিবস অনুমোদিত হয়েছিল।

রাজ্য সরকারের ঐকান্তিক চেষ্টায় কেন্দ্রীয় সরকার আরও ১ কোটি শ্রমদিবস বৃদ্ধি করেছে।
তিনি জানান, সময়ের মধ্যেই রেগায় অনুমোদিত শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে। তাই রাজ্যের অনুরোধে কেন্দ্র শ্রমদিবস বাড়িয়েছে। তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরে ৬ কোটি শ্রমদিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাতে রাজ্যের রেগা শ্রমিকরা দারুনভাবে উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *