ইসলামাবাদ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): আন্তর্জাতিক চাপে পড়ে অবশেষে সুর নরম করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শান্তিতে একবার অন্তত সুযোগ দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এমনই বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ের উপর আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪২-এর বেশি জওয়ান। পাকিস্তান মদতপুষ্টু জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে। অভিযোগ, পাকিস্তানের মাটিতে বসে এই হামলার ছক কষেছিল মাসুদ আজাহার। এই হামলার জেরে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কও চরম অবনতি হয়। পাকিস্তানকে দেওয়া ‘মোস্ট ফেভারড নেশন’-এর শিরোপা কেড়ে নেয় ভারত। সীমান্তে তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি। বিশ্বে প্রায় প্রতিটি দেশ এই হামলার চরম নিন্দা করেছে। ভারতের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা, রাশিয়ার মতো দেশগুলি।

আন্তর্জাতিক চাপে পড়ে অবশেষে সুর নরম করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার তিনি ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, শান্তিকে একবার অন্তত সুযোগ দিন। দিল্লি যদি পুলওয়ামা হামলার যথাযথ প্রমাণ দেয় তবে যথাযথ ব্যবস্থা নেবে পাকিস্তান। ২০১৫ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে সাক্ষাৎতের প্রসঙ্গ তুলে ধরে ইমরান খান বলেন, সেবার দারিদ্র দূরীকরণ এবং সন্ত্রাস দমনের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছিলাম।উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি পুলওয়ামা জঙ্গি হামলার বিষয় তথ্যপ্রমাণ চেয়েছিলেন ইমরান খান। এমনকি সুর চড়িয়ে তিনি দাবি করেছিলেন ভারত আক্রমণ করলে যোগ্য জবাব দেবে পাকিস্তান। কিন্তু অবশেষে সুর নরম করেন তিনি।