নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ ফেব্রুয়ারী৷৷ পুলওয়ামায় জঙ্গীদের হামলায় ৪৪জন জওয়ান শহিদ হওয়ার ঘটনার পর চাম্পাহওয়রের এক যুবক ফেইসবুকে দেশবিরোধী ভিডিও পোস্ট করে গ্রেপ্তার হল৷ মাইসোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ শনিবার মাইসোর পুলিশের সহায়তায় ত্রিপুরা পুলিশ সেখান থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে৷ ধৃত যুবকের নাম প্রমেশ দেববর্মা৷ বয়স তেইশ৷ তার বাড়ি খোয়াই জেলার চাম্পাহওয়ার থানার অধীন সোনাচরণ পাড়ায়৷

সংবাদে প্রকাশ, গত ১৪ ফেব্রুয়ারী কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গী হামলার ঘটনার পর গোটা দেশ শোকগ্রস্ত হয়ে পড়ে৷ ঠিক সেই সময় চাম্পাহওয়রের বাসিন্দা লক্ষীন্দ্র দেববর্মার ছেলে প্রমেশ দেববর্মা ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করে৷ ওই ভিডিওতে সে নিজে যে বক্তব্য রেখেছে সেটি দেশদ্রোহীতার সামিল৷ সেই পোস্টটি খোয়াই জেলা পুলিশ প্রশাসনের নজরেও আসে৷ সেই মোতাবেক পুলিশ একটি স্বতপ্রণোদিত মামলা রুজু করে প্রমেশ দেববর্মার বিরুদ্ধে৷ চাম্পাহাওয়র থানায় রুজু করা মামলার নম্বর ০৭/১৯৷ মামলাটি হয় আইপিসির ১২৪(এ)/ ১২০(বি) ধারা মোতাবেক৷
মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করে৷ তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত প্রমেশ দেববর্মা মাইসোরে একটি হোটেলে কাজ করে৷ পুলিশ বিষয়টি নিশ্চিত হয়েছে৷ এরপর রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে খোয়াই জেলা পুলিশ প্রশাসন৷ পরে মহানির্দেশকের পরামর্শ মোতাবেক পুলিশের একটি টিম মাইসোরে যায়৷ সেখানে গিয়ে মাইসোর পুলিশের সহায়তায় ওই হোটেল থেকে প্রমেশ দেববর্মাকে গ্রেপ্তার করেছে শনিবার৷ এদিন মাইসোর কোর্টে তাকে সোপর্দ করা হয়৷ প্রমেশ দেববর্মা তার অপরাধ স্বীকার করে নিয়েছে৷ পুলিশ আদালতের কাছে প্রমেশ দেববর্মাকে রাজ্যে নিয়ে আসার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়েছে৷ জানা গিয়েছে, আগামীকাল তাকে রাজ্যে নিয়ে আসা হবে৷