নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৩ ফেব্রুয়ারী৷৷ মেলাঘরে পরিত্যাক্ত স্থানে একটি হাত বোমা উদ্ধার হয়েছে৷ পুলিশ বোমাটি উদ্ধারের পর নিস্ক্রিয় করেছে৷ এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷
শনিবার মেলাঘর বালিকা বিদ্যালয়ের কাছেই একটি পরিত্যাক্ত স্থানে একটি হাত বোমা উদ্ধার হয়৷ পুর পরিষদের সাফাই কর্মীরা জঞ্জাল পরিস্কার করার সময় হাত বোমাটি নজরে আসে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মেলাঘর থানায়৷ পুলিশ ডগ স্কোয়াডকে সঙ্গে করে ঘটনাস্থলে পৌছে হাত বোমাটি উদ্ধার করে৷ মেলাঘর থানার পুলিশ জানিয়েছে, দড়ি দিয়ে মোড়া হাত বোমার মতই একটি জিনিষ উদ্ধার হয়েছে৷ তবে, দুশ্চিন্তার কোন কারণ নেই৷ ইতিমধ্যে হাত বোমাটি নিস্ক্রিয় করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে এগারটা নাগাদ বোমাটি উদ্ধার হয়েছে৷