BRAKING NEWS

অ্যাওয়ে ম্যাচে সেভিয়াকে হারাল বার্সেলোনা, নয়া পালক মেসির মুকুটে

মাদ্রিদ, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী সেভিয়ার বিরুদ্ধে শনিবার কেরিয়ারের ৫০ তম হ্যাটট্রিক করলেন আর্জেন্টিনার তারকা লিও মেসি। মেসির হ্যাটট্রিক আর সুয়ারেজের একমাত্র গোলের সুবাদে দু’বার পিছিয়ে গিয়েও লা লিগায় সেভিয়াকে ৪-২ গোলে হারাল বার্সেলোনা।
কেরিয়ারে হ্যাটট্রিকের কেবল অর্ধশতক পূর্ণ করাই নয়, লা লিগায় এদিন আরও একটি রেকর্ড এদিন নিজের নামে লিখিয়ে নিলেন বাঁ-পায়ের জাদুকর। হ্যাটট্রিক করে সেভিয়ার বিরুদ্ধে ৩৫ ম্যাচে মেসির নামের পাশে জুড়ে গেল ৩৬টি গোল। যা লা লিগায় কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে যে কোনও ফুটবলারের ব্যক্তিগত সর্বোচ্চ গোলের নজির।ম্যাচের ২২ মিনিটে সেভিয়ার ঘরের মাঠে এদিন জেসাস নাভাসের গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা।

যদিও সেই গোল ফিরিয়ে দিতে মিনিট চারেকের বেশি সময় নেয়নি বার্সেলোনা। ইভান রাকিটিচের ক্রসকে কাজে লাগিয়ে ১৬ গজ থেকে দুরন্ত ভলিতে স্কোরলাইন ১-১ করেন লিও মেসি। তবে বিরতির তিন মিনিট আগে ফের ঘরের মাঠে এগিয়ে যায় সেভিয়া। ৪২ মিনিটে সেভিয়াকে এগিয়ে দিয়ে বিরতিতে পাঠান গ্যাব্রিয়েল মার্কাডো।
বিরতি থেকে ফিরে এসে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে লিগ টপাররা। একঘন্টা পেরোতেই বক্সের মধ্যে আগুয়ান সুয়ারেজকে ফাউল করার অপরাধে বার্সেলোনা পেনাল্টির দাবি তুললেও তা নাকচ করে দেন রেফারি। যদিও এর কয়েক মিনিটের ম্যাচে দ্বিতীয়বারের জন্য দলকে সমতায় ফিরিয়ে আনেন মেসি। দেম্বেলের পাস থেকে বিপক্ষ গোলরক্ষক থমাস ভ্যাচলিককে পরাস্ত করে মেসির কিক জড়িয়ে যায় জালে।কার্লেস অ্যালেনার শট সেভিয়া রক্ষণে প্রতিহত গোলে সুযোগসন্ধানী মেসি সেই বল ধরে গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ করে দেন।

সেইসঙ্গে হ্যাটট্রিক এবং কেরিয়ারের ৬৫০ তম গোলের মালিক হন এই আর্জেন্তাইন সুপারস্টার। জয় নিশ্চিত হলেও বার্সার গোলক্ষুধা মেটেনি তখনও। ছয় ম্যাচ গোলহীন থাকার পর অতিরিক্ত সময়ে সেভিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন উরুগুয়ে স্ট্রাইকার সুয়ারেজ। যদিও গোলের পিছনে অবদান সেই মেসির। ৯৩ মিনিটে মেসির পাস থেকে দুরন্ত লবে স্কোরলাইন ৪-২ করেন তিনি। এই জয়ের ফলে ২৫ ম্যাচ পর বার্সেলোনার ঝুলিতে ৫৭ পয়েন্ট। এই মুহূর্তে দ্বিতীয়স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ১০ পয়েন্ট এগিয়ে তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *